নয়াদিল্লি: বুধবার থেকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, আদিবাসী জনজাতির এক ব্যক্তির গায়ে, মাথায়, মুখে মূত্রত্যাগ করছে শার্ট-প্যান্ট পরা তথাকথিত এক ভদ্রলোক। পরে জানা যায়, মুত্রত্যাগ করা লোকটি স্থানীয় বিজেপি নেতা এবং এই ঘটনা মধ্যপ্রদেশে (Madhya Pradesh) সিধি জেলার। বিজেপি নেতার নাম প্রবেশ শুক্লা। এই ঘটনায় গর্জে উঠেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তিনি বলেছেন, বিজেপি শাসিত রাজ্যে দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতি বিজেপির (BJP) মনোভাব কী তা এই অমানবিক ঘটনা থেকেই প্রমাণিত।
রাহুল টুইট করে লেখেন, “বিজেপির শাসনে দলিত এবং আদিবাসীদের উপর অত্যাচার বেড়েই চলেছে। মধ্যপ্রদেশে বিজেপি নেতার অমানবিক অপরাধে গোটা মানবজাতি লজ্জার শিকার হয়েছে। আদিবাসী এবং দলিতদের (Dalit) প্রতি বিজেপির ঘৃণার নোংরা চেহারা এবং আসল চরিত্র এটাই।”
भाजपा राज में आदिवासी भाइयों और बहनों पर अत्याचार बढ़ते ही जा रहे हैं।
मध्यप्रदेश में एक भाजपा नेता के अमानवीय अपराध से सारी इंसानियत शर्मसार हुई है।
यह भाजपा का आदिवासियों और दलितों के प्रति नफ़रत का घिनौना चेहरा और असली चरित्र है!
— Rahul Gandhi (@RahulGandhi) July 5, 2023
আরও পড়ুন: Stuck In Lift | গর্ভবতী মহিলা সহ লিফটে আটকে গেল ১২ জন
मध्य प्रदेश में भाजपा विधायक के एक करीबी द्वारा आदिवासी युवक के साथ की गई अमानवीय व घृणित हरकत बेहद शर्मनाक है।
प्रदेश में भाजपा के 18 साल के शासन में आदिवासियों पर अत्याचार के 30,400 मामले सामने आए हैं।
भाजपा राज में आदिवासी हितों पर केवल कोरे दावे और कोरी बातें हैं।…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) July 5, 2023
মুখ খুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রাও (Priyanka Gandhi Vadra)। তিনি টুইট করে বলেন, “মধ্যপ্রদেশে বিজেপি বিধায়কের ঘনিষ্ঠের আদিবাসী যুবকের প্রতি অমানবিক এবং ঘৃণ্য আচরণ খুবই লজ্জাজনক। এ রাজ্যে বিজেপির ১৮ বছরের শাসনকালে আদিবাসীদের উপর অত্যাচারের ৩০,৪০০ মামলা সামনে এসেছে। আদিবাসীদের স্বার্থ নিয়ে শুধুই ফাঁকা বুলি আর ফাঁকা প্রতিশ্রুতি। এই অত্যাচার বন্ধ করতে বাস্তবে পদক্ষেপ নিচ্ছে না কেন রাজ্য সরকার?”
सीधी जिले की घटना बेहद अमानवीय और निंदनीय है। मुख्यमंत्री श्री @ChouhanShivraj जी ने घटना के आरोपी के खिलाफ एनएसए लगाने के भी निर्देश दिए हैं। इस मामले में कड़ी से कड़ी कार्रवाई सुनिश्चित की जाएगी।
— Dr Narottam Mishra (@drnarottammisra) July 4, 2023
প্রসঙ্গত, ভিডিয়ো ভাইরাল হতেই নড়েচড়ে বসেছে শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) প্রশাসন। বিজেপি নেতাটির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি এবং তফশিলি জাতি/তফশিলি উপজাতি আইনে ২৯৪ এবং ৫০৪ ধারায় মামলা দায়ের হয়েছে। মধ্যপ্রদেশের বিজেপি নেতৃত্বও বেগতিক দেখে সাফাই দিয়েছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra) বলেছেন, “সিধি জেলার ঘটনা অত্যন্ত অমানবিক এবং নিন্দনীয়। মুখ্যমন্ত্রী অভিযুক্তের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা ধারা কার্যকর করার নির্দেশ দিয়েছেন। এই মামলায় কড়া পদক্ষেপ সুনিশ্চিত করা হবে।”
अपराधी केवल अपराधी होता है, उसकी कोई जाति, धर्म या पार्टी नहीं होती।
सीधी मामले को लेकर मैंने निर्देश दिए हैं, आरोपी को ऐसी सजा दी जाएगी जो उदाहरण बने। हम उसे किसी भी कीमत पर नहीं छोड़ेंगे। pic.twitter.com/gmNk7PxfZD
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) July 4, 2023
ঘটনার গুরুত্ব বুঝতে পেরে টুইট করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ চৌহানও। তিনি বলেন, “অপরাধী শুধুমাত্র অপরাধীই হয়, তার কোনও জাতি, ধর্ম বা দল হয় না। সিধি মামলা নিয়ে আমি নির্দেশ দিয়েছি, অভিযুক্তকে এমন শাস্তি দেওয়া হবে যা দৃষ্টান্ত হয়ে থাকবে। তাকে কোনও মতেই ছাড়া ছাড়ব না আমরা।” প্রসঙ্গত, নরোত্তম মিশ্র আগেই জানিয়েছিলেন যে ওই বিজেপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।