পুরুলিয়া: অবশেষে ঝালদা (Jhalda) পুরসভার (Municipality) উপ পৌর প্রধান (Vice Chairman) পূর্ণিমা কান্দু পদ থেকে ইস্তফা (Resigned) দিলেন | ১০ ফেব্রুয়ারি ঝালদা পৌরসভার উপ পৌরপ্রধানের দায়িত্ব পান পূর্ণিমা। কিন্তূ আজ, বৃহস্পতিবার প্রায় আট মাসের মাথায় কেন ইস্তফা দিলেন তিনি এই নিয়ে জল্পনা শুরু ঝালদার রাজনৈতিক মহলে | উপ পৌরপ্রধান পূর্ণিমা কান্দু ইস্তফা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, গত ছয় সেপ্টেম্বর ঝালদা পৌরসভার পৌরপ্রধান সহ কংগ্রেসের এক , দুই , চার ও আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলাররা তৃণমূলে যোগদান করেন |
এই বোর্ডে কংগ্রেসের সমর্থনে পৌরপ্রধান হয়। তিন নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলার শীলা চট্টোপাধ্যায় চেয়ারম্যান ও আমাকে দেওয়া হয় উপ পৌরপ্রধানের দায়িত্ব। তাই আমি মনে করে তাদের অন্য দলে যাওয়াতে আমরা সংখ্যালঘু হয়ে পড়েছি। তাই নির্বাহীঅধিকারিকের হাতে ইস্তফাপত্র তুলে দিলাম | তা ছাড়া এই দায়িত্বে থেকেও কোনও গুরুত্ব ছিল না আমার।
আরও পড়ুন: লিপস অ্যান্ড বাউন্ডসের ডাউনলোড করা ১৬টি ফাইল নিয়ে আদালতের দ্বারস্থ ইডি
পূর্ণিমা কান্দু এদিন সরাসরি পৌরপ্রধানের উদেশ্য বলেন, আমি সংখ্যালঘু হয়ে ইস্তফা দিয়েছি। কংগ্রেসের সমর্থনে পৌরপ্রধান হন শীলা চট্টোপাধ্যায়। এখন যোগদানের পর তাঁদের হাতে ১০ জন। উল্লেখ্য, সম্প্রতি কংগ্রেসের হাত থেকে ঝালদা পুরসভা দখল করে তৃণমূল।