চন্ডীগড়: কয়েক ঘণ্টার মধ্যে ফের বিপর্যয় পঞ্জাব কংগ্রেসে৷ নভজ্যোত সিং সিধুর(Navjot Sidhu) সমর্থনে পদত্যাগ করলেন পঞ্জাবের ক্যাবিনেট মন্ত্রী রাজিয়া সুলতানা৷ রাজিয়া সুলাতানা পঞ্জাবের কংগ্রেস সরকারের জলসম্পদ,নিকাশি ও পরিবহন দফতরের মন্ত্রী ছিলেন৷ শুধু তাই নয়, পঞ্জাব ক্যাবিনেটের একমাত্র মহিলা মুসলিম মুখ৷
মঙ্গলবার পঞ্জাব কংগ্রেসের (Congress) সভাপতি পদে ইস্তফা দেন নভজ্যোত সিং সিধু (Navjot Sidhu)৷ তাঁর পদত্যাগের বিষয়ে প্রদেশ কংগ্রেসের দায়িত্ব প্রাপ্ত সর্বভারতীয় সভাপতি সোনিয়া গান্ধিকে (Sonia Gandhi) চিঠিও পাঠান৷ এর কয়েক ঘণ্টার মধ্যে রাজিয়া দেবীর পদত্যাগে তড়িঘড়ি ক্যাবিনেট বৈঠক শুরু হয়েছে৷ সূত্রের খবর, রাজিয়া সুলতানা পদত্যাগ পত্রে বলেছেন, আমি নভজ্যোত সিং সিধুর পাশে দাঁড়াতেই পদত্যাগ করেছেন৷ রাজিয়া সুলতানা ২০০০ সালে পঞ্জাব কংগ্রেসে যোগ দেন৷ পঞ্জাবের মালেরকোটলা বিধানসভা থেকে কংগ্রেসে হয়ে ভোটে লড়েন৷ তিনি দ্বিতীয়বারের জন্য বিধায়ক নির্বাচিত ২০১২ সালে৷
এ দিকে সকালের পদত্যাগ পত্রে নভজ্যোত সিং সিধু সোনিয়াকে লেখেন, “সমঝোতার জায়গা থেকে একজন মানুষের চরিত্রের পতন ঘটে। আমি পঞ্জাবের ভবিষ্যত এবং পঞ্জাবের কল্যাণের অ্যাজেন্ডা নিয়ে কখনও আপোষ করতে পারি না। অতএব, আমি পঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদ থেকে পদত্যাগ করেছি। আমি কংগ্রেসের সেবা চালিয়ে যাব।’’
Punjab Congress chief Navjot Singh Sidhu resigns pic.twitter.com/KbDbderXeo
— ANI (@ANI) September 28, 2021
পঞ্জাব কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্বে ইতি পড়ার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না৷ নভজ্যোত সিং সিধুকে প্রদেশ কংগ্রেস সভাপতি পদে বসিয়ে অমরিন্দরের সঙ্গে প্রাক্তন ক্রিকেটারের বিরোধ কিছুটা মেটানোর চেষ্টা করেছিল হাইকম্যান্ড৷ তাতেও দু’জনের তিক্ততা দূর হয়নি৷ শেষমেশ পদত্যাগ করেন অমরিন্দর৷
আরও পড়ুন-কাস্তে ধানের শিস ছেড়ে রাহুলের হাত ধরলেন কানহাইয়া, সঙ্গী নির্দল জিগনেশও
তারপর সিধু ঘনিষ্ঠরা ভেবে ছিলেন নভজ্যোতকে মুখ্যমন্ত্রী করা হবে৷ একই সঙ্গে তাঁরা পছন্দ মত পদ পাবেন৷ কিন্তু, তেমনটা হয়নি৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী পদে একজন শিখ নেতাকেই বেছে নেওয়া হয়৷ অমরিন্দর সিংয়ের (Amarinder Singh) উত্তরসূরি চরণজিৎ সিং ছান্নিকে (Charanjit Singh Channi) মুখ্যমন্ত্রী করেন সোনিয়া৷ এরফলে, আশাহত হন সিধু ঘনিষ্ঠরা৷ তারপর মঙ্গলবার নভজ্যোত সিং সিধুর পদত্যাগ আবারও প্রশ্নের মুখে পঞ্জাব কংগ্রেস নেতৃত্ব৷