ধূপগুড়ি: মহকুমার (Subdivision) দাবিতে ধূপগুড়িতে (Dhupguri) আলো নিভিয়ে প্রতিবাদ (Protest)। শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে সাতটা পর্যন্ত ধূপগুড়ির সমস্ত বাড়ি, দোকান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের আলো নিভিয়ে প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে প্রতিটি বাড়ি, দোকান এবং বাজার-হাটে মোমবাতি জ্বালানো হয়েছিল। ধূপগুড়িকে মহকুমা ঘোষণা করার দাবিতে বহুদিন ধরে আন্দোলন চলছে। কিন্তু প্রশাসনিক টালবাহানায় আজও মহকুমা রূপে আত্মপ্রকাশ করতে পারেনি ধূপগুড়ি। এমনকি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার পরেও কোনও কাজ হয়নি। তাই বিধানসভা উপনির্বাচনের আগে মহকুমা গঠনের দাবিতে আন্দোলন আরও জোরদার করা হয়েছে।
ইতিমধ্যে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে মহকুমা নাগরিক মঞ্চ। গত কদিন ধরেই নাগরিক মঞ্চ আন্দোলন করছে। মিটিং, মিছিলের পাশাপাশি মঞ্চ, জনমত গঠনেরও চেষ্টা করছে। তার জন্য প্রচারপত্র ছাপিয়ে বিলি করা হচ্ছে। শুক্রবার আলো নিভিয়ে অভিনব প্রতিবাদের আয়োজন করে নাগরিক মঞ্চ। ভৌগোলিক এবং আর্থ সামাজিক পরিস্থিতির উপর ভিত্তি করে ধূপগুড়িকে অবিলম্বে মহকুমা ঘোষণা করার দাবি জানানো হয়েছে। নাগরিক মঞ্চ জানিয়েছে, তাদের দাবি মানা না হলে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে।
আরও পড়ুন:পুলিশ হেফাজতে যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা পাঁচলায়
প্রসঙ্গত, ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বিরোধী দলগুলি উপনির্বাচনেও পৃথক মহকুমার বিষয়টি তুলে ধরছে প্রচারে। শনিবার নির্বাচনী জনসভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় শুক্রবার একই মঞ্চ থেকে কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী ঈশ্বরচন্দ্র রায়ের হয়ে প্রচার সারেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।