কলকাতা: সামনে কেদারনাথ মন্দির (Kedarnath Temple)। ঠাসা ভিড় রয়েছে ভক্তদের। ঠিক মন্দিরের (Temple) সামনেই হাঁটু মুড়ে বসলেন এক যুবতী। এদিকে পাশে দাঁড়িয়ে নমস্কার করছেন তাঁর প্রেমিক। হঠাতই চোখ খুলতে যুবককে আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দিলেন সেই তরুণী। তারপর ধেয়ে আসল একের পর এক মন্তব্য। ‘প্রেমের জন্য মন্দির চত্বর নয়’। শুনতে হল কটাক্ষ। আর এই নিয়েই শুরু হয়েছে সমালোচনা। কারণ, অনেকে এটাকে ভালোভাবে নিলেও, অনেকেই এতে আবার আপত্তিও জানিয়েছেন।
এদিকে বদ্রীনাথ এবং কেদারনাথ মন্দির কমিটি পুলিশের কাছে চিঠিরি মাধ্যমে অভিযোগ জানিয়েছেন। মন্দির কমিটির দাবি, এখানে দেশ-বিদেশ প্রচুর ভক্তদের সমাগম হয়। তাঁরা ভক্তি নিয়ে এখানে পুজো দিতে আসেন। এখানে পুলিশের কড়া নজরদারি থাকা দরকার। কারণ, কিছু ইউটিউবার এবং ইনস্টাগ্রামাররা এখানে এসে বিভিন্ন ধরনের ভিডিয়ো বানান। যা কিনা ধর্মীয় ভাবাবেগের বিরুদ্ধে আঘাত করছে।
আরও পড়ুন: Spotify | New Update | ইউটিউব ইন্স্টাগ্রামকে টেক্কা দেবে স্পটি
বর্তমানে সমাজমাধ্যমে চোখ রাখলেই দেখা যায় প্রেম নিবেদনের হরেক রকম কায়দা। ক্রিকেট ম্যাচ চলাকালীন প্রেমিক বা প্রেমিকাকে জড়িয়ে ভালোবাসা প্রকাশ করা। আবার কখনও কখনও দেখা যায় আইফেল টাওয়ার থেকে শুরু করে সমুদ্রতট কিংবা পাহাড়ে দাঁড়িয়ে প্রেমিকাকে প্রেম নিবেদন করতে। সম্প্রতি সমাজাধ্যমে এক তরুণীর প্রেম প্রস্তাব নিয়ে হইচই শুরু হয়েছে।
যদিও মন্দির চত্বরে এমন কাণ্ড দেখে ক্ষোভ প্রকাশ করেছেন ভক্তদের একাংশ। তাই তো মন্দিরে ‘প্রোপোজ’ নিয়ে বিভক্ত ইন্টারনেট। কারও কারও মতে, এটা কোনও হানিমুনের জায়গা নয়। আবার কারওর মতে, এখানে ক্যামেরা বন্ধ হয়ে গেলে অনেকেই আসা বন্ধ করে দেবেন। যদিও কেদারনাথের মতো পবিত্র জায়গায় প্রেম নিবেদন করার ভাবনাকে সাধুবাদও জানিয়েছেন অনেকেই।