লখনউ: গাড়ি থেকে নামতেই তাড়াহুড়ো করে হাসি মুখে অসংখ্য সেলফি৷ তারপরই আটক প্রিয়ঙ্কা গান্ধী৷
উত্তরপ্রদেশের আগরায় পুলিশ হেফাজতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ বুধবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন উত্তরপ্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী৷ যথারীতি পুলিশ তাঁকে পথে আটকে দেয়৷ লখনউ-আগরা এক্সপ্রেস হাইওয়েতে তাঁকে আটকে দেওয়া হয়৷ প্রিয়ঙ্কা গান্ধী গাড়ি থেকেই নামতেই মহিলা পুলিশ অফিসার-কর্মীরা তাঁর সঙ্গে হাসি মুখে বেশ কয়েকটি সেলফি তোলেন৷ পরক্ষণেই প্রিয়ঙ্কাকে সেই পুলিশ কর্মীরা আটক করে৷ বচসায় জড়ান প্রিয়ঙ্কা৷ উচ্চস্বরে পুলিশের সঙ্গে কথা বলেন৷ কিন্তু, শেষ পর্যন্ত মৃতের পরিবারের বাড়ি যেতে পারলেন না প্রিয়ঙ্কা৷
अरुण वाल्मीकि की मृत्यु पुलिस हिरासत में हुई। उनका परिवार न्याय मांग रहा है। मैं परिवार से मिलने जाना चाहती हूं। उप्र सरकार को डर किस बात का है? क्यों मुझे रोका जा रहा है।
आज भगवान वाल्मीकि जयंती है, पीएम ने महात्मा बुद्ध पर बड़ी बातें की, लेकिन उनके संदेशों पर हमला कर रहे हैं।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) October 20, 2021
প্রিয়ঙ্কাকে আটকানোর কারণ কী? পুলিশ জানিয়েছে, জেলা শাসকের নির্দেশে নিহত ব্যক্তির পরিবারের বাড়িতে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে যেতে দেওয়া হচ্ছে না৷ চলতি মাসে এই নিয়ে দুবার প্রিয়ঙ্কা গান্ধীকে আটক করেছে উত্তরপ্রদেশ পুলিশ৷ এর আগে লখিমপুর খেরি কাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রিয়ঙ্কাকে আটক করা হয়েছিল৷ পরে তাঁকে গ্রেফতারও করা হয়৷
https://twitter.com/priyankagandhi/status/1450707362407333888?s=20
আরও পড়ুন-দিলীপের শুভেচ্ছাবার্তায় লক্ষ্মী-বিভ্রাট, কোজাগরীর বদলে গজ!
কংগ্রেসের দাবি, উত্তরপ্রদেশের যোগী সরকার নিহত অরুণ বাল্মিকির পরিবারের সঙ্গে প্রিয়ঙ্কাকে কথা বলতে দিতে নারাজ৷ যে বাল্মিকিকে ২৫ লাক্ষ টাকা চুরির অভিযোগে পুলিশ গ্রেফতার করেছিল৷ পরে পুলিশ হেফাজতেই অরুণের মৃত্যু হয়৷ পরে প্রিয়ঙ্কা গান্ধী টুইট করে ঘটনার প্রসঙ্গে প্রশ্নও তোলেন৷ তিনি টুইটে লেখেন,‘ সরকার কেন এত ভয় পাচ্ছে?’৷ প্রিয়ঙ্কা আরও লেখেন, ‘অরুণ বাল্মিকির পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে৷ তাঁর পরিবার ন্যায় বিচার চাইছে৷ আমি তাঁর পরিবারে সঙ্গে দেখা করতে চাই৷ তাহলে কেন উত্তরপ্রদেশ সরকার এত ভীত? কেন আমাকে থামানো হল? আজ বাল্মিকির জয়ন্তী….প্রধানমন্ত্রী মোদি বু্দ্ধর সম্পর্কে বড় বড় ভাষণ দিয়েছেন৷ ঠিক তেমনি এই আক্রমণও আর এক প্রকার বার্তা দিয়েছে..৷’
.