Placeholder canvas
কলকাতা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪ |
K:T:V Clock

Placeholder canvas
Narendra Modi in Kargil: আজ দীপাবলিতে কার্গিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পূণ্যভূমি থেকে বিশ্বকে শান্তির বার্তা
কলকাতা টিভি ওয়েব ডেস্ক Published By:  বুদ্ধদেব পান
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২, ০২:০৯:৪৯ পিএম
  • / ৭৮ বার খবরটি পড়া হয়েছে
  • বুদ্ধদেব পান

আজ দীপাবলি (Deepawali)। সোমবার সকালেই কার্গিল (Kargil) পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Prime Minister Narendra Modi)। সীমান্তে অতন্দ্র প্রহরারত দেশের বীর জওয়ানদের (Indian Army) সঙ্গে আলোর উৎসব দীপাবলি উদযাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর দফতর (PMO) থেকে একটি বিবৃতিতে এদিন সকালে এই খবর জানানো হয়। তাতে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কার্গিল পৌঁছেছেন। সেখানে তিনি আমাদের বীর সেনানীদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন।” দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রীর এই বার্তা তাঁর অফিসিয়াল টুইটার পেজ (Offcial Twitter Page) থেকেও দেওয়া হয়েছে। 

২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রীর কুর্সিতে আসীন হয়েছেন নরেন্দ্রী মোদি। প্রতি বছরই তিনি দীপাবলি সেনাদের সঙ্গেই উদযাপন করেন। বিগত এই আট বছরে তিনি বিভিন্ন সেনাঘাঁটিতে (Army Facilities) উপস্থিত হয়েছেন আলোর উৎসব দীপাবলির আনন্দ ভাগ করে নিতে। প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে এদিন বীর সেনা-জওয়ানরা ‘বন্দেমাতরম’ এবং ‘ভারত মাতা কি জয়’ স্লোগানে কার্গিলের আকাশ-বাতাস ভরিয়ে তোলেন। দেশের সীমান্তে পাহারারত সেনা-জওয়ানদের মাঝে এসে তিনি প্রতিবছর দীপাবলির আনন্দ ভাগ করে নেওয়ার যে সুযোগ পান, তার জন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করেন বলে জানান নরেন্দ্র মোদি। কার্গিলের পূণ্যভূমি থেকে প্রধানমন্ত্রী দেশবাসী এবং গোটা বিশ্বকে আলোর উৎসব দীপাবলির শুভকামনা জানান। 

আরও পড়ুন: Rishi Sunak close to PM post: ভারতীয় বংশোদ্ভূতের হাতেই ব্রিটিশদের শাসনভার, জয়ের দোরগোড়ায় ঋষি সুনক 

১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে কার্গিল যুদ্ধ প্রসঙ্গে মোদি বলেন, “দীপাবলির অর্থ হল আতঙ্ক (সন্ত্রাস)-এর অন্ত এবং কার্গিল তা সম্ভব করে দেখিয়েছিল। কার্গিল আতঙ্কের বিষাক্ত ফণাকে এমনভাবে পদদলিত করেছিল যে দেশে দীপাবলির প্রকাশ ছড়িয়ে পড়েছিল। আজও দেশের মানুষ গর্বের সঙ্গে তা স্মরণ করেন।” প্রধানমন্ত্রী আরও বলেন, “কার্গিলে আমাদের সেনা সন্ত্রাসকে গুঁড়িয়ে দিয়েছে। আমি সৌভাগ্যবান যে এই ঘটনার সাক্ষী হতে পেরেছি। এখানকার আমার পুরনো ছবি আমাকে দেখানো হয়েছে, আমি এর জন্য গর্বিত।” পাকিস্তানকে সতর্ক করিয়ে দিয়ে মোদি বলেন, কার্গিলে যতবার যুদ্ধ হয়েছে, পাকিস্তানকে ভারত দুরমুশ করেছে। 

ভারতের (India) ঐহিত্য এবং মাহাত্ম্যকে স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেছেন, শৌর্য ছাড়াও ভারতের ঐতিহ্য মধুরভাবনা এবং মিষ্টতার। ভারত গোটা বিশ্বকে দীপাবলির উৎসবে সামিল করতে চায়। গোটা বিশ্বে শান্তি বিরাজ করুক। তিনি বলেন, আলোর উৎসব গোটা বিশ্বের সামনে শান্তির বার্তা পৌঁছে দিক এটাই ভারতের শুভকামনা। 

উল্লেখ্য, ২০১৪ সালের দীপাবলি প্রধানমন্ত্রী সিয়াচেনে উদযাপন করেছিলেন। ২০১৫ সালে গিয়েছিলেন পাঞ্জাবে, উপলক্ষ্য ছিল ১৯৬৫ সালে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ৫০ বছর পূর্তি। ২০১৬ সালে তিনি চিনের সীমান্তে সেনা-জওয়ানদের সঙ্গে দিওয়ালি উদযাপন করেছিলেন। ২০১৭ সালে তিনি উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে দীপবলিতে সেনা-জওয়ানদের মাঝে উপস্থিত হয়েছিলেন। ২০১৮ সালে মোদি উত্তরাখণ্ডের হরসিলে গিয়েছিলেন, তার পরের বছর ২০১৯ সালে তিনি গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের রাজৌরিতে। ২০২০ সালে তিনি দীপাবলি উদযাপন করেন রাজস্থানের জয়সলমীরের লোগেনওয়ালাতে। গত বছর তিনি গিয়েছিলেন জম্মু-কাশ্মীরের নওসেরাতে। আর এবছর দীপাবলিতে কার্গিলে।

পুরনো খবরের আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০ ১১
১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮
১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫
২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১  
আর্কাইভ

এই মুহূর্তে

মে মাসে কেরিয়ারে বড় উন্নতি হবে ৫ রাশির জাতকের
বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
আচমটাই ঝড়-বৃষ্টি মেদিনীপুর জুড়ে, বাকি জেলায় কবে?
বুধবার, ১ মে, ২০২৪
নির্বাচনী প্রচারে গিয়ে অসুস্থ অভিনেতা সোহম, ভর্তি হাসপাতালে
বুধবার, ১ মে, ২০২৪
বিশ্বকাপে খেলতে পারেন রিঙ্কু, আছে আইসিসির এই নিয়ম
বুধবার, ১ মে, ২০২৪
খড়গ্রামের ঘটনায় গ্রেফতার ৭, এখনও অধরা অনেকে
বুধবার, ১ মে, ২০২৪
কুণাল কি বড় পদক্ষেপ করতে চলেছেন, জল্পনা তুঙ্গে
বুধবার, ১ মে, ২০২৪
কাল, বৃহস্পতিবার সকালে মাধ্যমিকের ফল প্রকাশ
বুধবার, ১ মে, ২০২৪
ভোটদানের হার বাড়ল কী করে? প্রশ্ন মমতার
বুধবার, ১ মে, ২০২৪
আমাকে কি অগ্নিপরীক্ষা দিতে হবে, প্রশ্ন কুণালের
বুধবার, ১ মে, ২০২৪
বুধবার, ১ মে, ২০২৪
তৃণমূলের পদ খুইয়ে বিস্ফোরক কুণাল
বুধবার, ১ মে, ২০২৪
কর ফাঁকি দেওয়া ৫ লক্ষের সিমকার্ড ব্লক করছে পাকিস্তান
বুধবার, ১ মে, ২০২৪
সলমানের বাড়ির বাইরে গুলি: অভিযুক্তের মৃত্যু
বুধবার, ১ মে, ২০২৪
Aajke | দেশের আইন কানুনের উপর এতটুকুও আস্থা নেই স্বরাষ্ট্রমন্ত্রী বা বিজেপি নেতাদের
বুধবার, ১ মে, ২০২৪
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক পদ গেল কুণালের
বুধবার, ১ মে, ২০২৪
© R.P. Techvision India Pvt Ltd, All rights reserved.   Privacy Policy
Developed By KolkataTV Team