কলকাতা: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ পড়ছে দেশে। রবিবারের পর সোমবারও ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম(Petrol-Diesel Price Hike)। লাগাতার বেড়ে চলছে জ্বালানি তেলের দাম। সোমবার পেট্রোলের লিটার পিছু দাম বাড়ল ৩২ পয়সা। সেই সঙ্গে প্রতি লিটার ডিজেলের দামও বেড়েছে ৩৫ পয়সা। বর্তমানে কলকাতার পেট্রোলের(Kolkata’s Price of Petrol-Diesel) লিটার পিছু দাম ১০৮ টাকা ৮৫ পয়সা এবং ডিজেলের লিটার পিছু দাম ৯৩ টাকা ৯২ পয়সা। এই নিয়ে গত সাত দিন বাড়ল পেট্রোল-ডিজেলের দাম।
দেখে নেওয়া যাক কোন শহরে আজ কত দাম পেট্রোল-ডিজেলের
শহর পেট্রোল ডিজেল
দিল্লি ৯৯ টাকা ৪১ পয়সা ৯০ টাকা ৭৭ পয়সা
মুম্বই ১১৪ টাকা ১৯ পয়সা ৯৮ টাকা ৫০ পয়সা
কলকাতা ১০৮ টাকা ৮৫ পয়সা ৯৩ টাকা ৯২ পয়সা
চেন্নাই ১০৫ টাকা ১৮ পয়সা ৯৫ টাকা ৩৩ পয়সা
বিরোধীদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছিল, পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের পরে জ্বালানির দাম বাড়ানো হয়েছে। বিরোধীদের এই ধরনের মন্তব্যের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে অর্থ বিলের উপর বিতর্কের সময় বলেন, “বিশ্বব্যাপী যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই যুদ্ধের পরিস্থিতির কারণে দাম বাড়ছে এবং এর সঙ্গে নির্বাচনের কোনও যোগ নেই।
আরও পড়ুন: Imran Khan: রবিবারের সমাবেশে যোগদানকারীদের ধন্যবাদ, পাক প্রধানমন্ত্রী ইমরান খানের
ভোট মিটতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করেছিল অনেকেই। সেই আশঙ্কাকে সত্যি করে বাড়েই চলেছে পেট্রোল-ডিজেলের দাম। পাশাপাশি ৫০ টাকা বেড়েছে রান্নার গ্যাসের দামও। একদিকে পেট্রোল-ডিজেল, অন্যদিকে রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হওয়ায় অনেকটাই চিন্তিত সাধারণ মানুষ।