কলকাতা: ১০০ র গণ্ডি পেরিয়েও বিরাম নেই। ফের বাড়ল পেট্রোপণ্যের দাম। দুদিন আগেই শহরে পেট্রোল ছুঁয়েছিল ১০০। শনিবার ৩৯ পয়সা দাম বাড়িয়ে লিটার প্রতি তা পৌঁছাল ১০১.০১ টাকায়। এই লাগাতার দাম বৃদ্ধিতে নাজেহাল মানুষ। শুধু পেট্রোল নয়, দাম বেড়েছে ডিজেলেরও। শহরে ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৯৭ টাকা। বেড়েছে ৩২ পয়সা।
আরও পড়ুন : উদ্বেগ বাড়িয়ে হাজার ছাড়াল দৈনিক মৃত্যু
লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে শহর এবং জেলার বিভিন্ন প্রান্তের মানুষ বিক্ষোভে পথে নেমেছেন। কোথাও পথ অবরোধ করে, কোথাও টায়ার জ্বালিয়ে, কোথাওবা বাইক পুড়িয়ে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয়রা। করোনার কারণে সারা রাজ্যজুড়ে কিছু বিধিনিষেধ জারি হয়েছে। বন্ধ রয়েছে ট্রেন, বাসের মত গণপরিবহন পরিষেবা। তার ফলে সাধারণ মানুষকে যাতায়াতের জন্য ব্যবহার করতে হচ্ছে প্রাইভেট গাড়ি। পেট্রোপণ্যের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই খরচ বেড়েছে সেসবের। একে বিধিনিষেধের কারণে রোজগারে প্রভাব তাতে এই মূল্যবৃদ্ধি এই দুইয়ের কবলে বিধ্বস্ত রাজ্যবাসী।
আরও পড়ুন : আরও ১৩ জনের শরীরে ‘জিকা’ সংক্রমণ, কেরলে সতর্কতা
শুধু কলকাতায় নয় পেট্রোপণ্যের দাম বেড়েছে দেশের অন্যান্য মেট্রোপলিটন সিটিগুলিতেও। রাজধানীতে সোমবার পেট্রোল ও ডিজেলের দাম যথাক্রমে ১০০.৯১ টাকা এবং ৮৯.৮৮ টাকা। বানিজ্যনগরী মুম্বইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ১০৬.৯৩ টাকা আর ডিজেলের দাম ৯৭.৪৬ টাকা।