নয়াদিল্লি: আসন্ন লোকসভা নির্বাচনের আগে এবার ইন্ডিয়া’ নাম পরিবর্তন করে দেশের নাম ভারত করতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার। এই আবহে এবার জি ২০ সম্মেলন উপলক্ষে রাষ্ট্রপতির তরফে যে নৈশভোজ আমন্ত্রণ গিয়েছে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে, তাতে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র (President of India) পরিবর্তে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ (President of Bharat) লেখা হয়েছে। এই নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। বিরোধীদের অভিযোগ, কেন্দ্রের সরকার সংবিধান অমান্য করে দেশের নামও পরিবর্তন করে দিচ্ছে।
২০২৪-এর লোকসভা ভোটের আগেবিজেপি সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতেই বিরোধী দলগুলি এক ছাতার তলায় এসেছে। বিজেপি বিরোধী জোটের নাম ইন্ডিয়া (I.N.D.I.A)। জোটের এই নামকরণের পর রাজনৈতিক তরজা কম হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এ নিয়ে সরব হতে দেখা গিয়েছে। এমন কী বলতে শোনা গিয়েছিল, নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের নামেও ইন্ডিয়া (INDIA) রয়েছে। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে ইন্ডিয়া (I.N.D.I.A) জোট মোদি সরকারকে চ্যালেঞ্জের মুখে ফেলতে চলেছে বলে বিশ্বাস বিরোধীদের। বিরোধীদের পাল্টা চাপে রাখতে তড়িঘড়ি ইন্ডিয়ার পরিবর্তে ভারত নামকরণের সিদ্ধান্ত নিয়েছে হিন্দুত্ববাদীরা। সেই ইঙ্গিত মিলল রাষ্ট্রপতির কার্যালয় থেকে জারি করা জি ২০ ( G20) সম্মেলনে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে নৈশ্যভোজের আমন্ত্রণপত্রে। সেই আমন্ত্রণপত্রে চমক রয়েছে। সাধারণত ভারতের রাষ্ট্রপতি লেটার হেডে ইংরেজিতে ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’ লেখা হয়ে থাকে। এর পরিবর্তে রয়েছে ‘প্রেসিডেন্ট অফ ভারত’। আমন্ত্রণপত্র ঘিরে ইতিমধ্যেই তোলপাড় শুরু হয়েছে জাতীয় রাজনীতির অন্দরে।
এই পদক্ষেপের প্রতিক্রিয়া জানিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তাঁর এক্স- বার্তায় লিখেছেন, এনডিএ সরকারের পদক্ষেপ নিন্দাজনক। তিনি লেখেন, ‘খবর আসলেই সত্য। ৯ সেপ্টেম্বর আয়োজিত জি ২০ সম্মেলনের নৈশভোজের আমন্ত্রণপত্র পাঠিয়েছে রাষ্ট্রপতি ভবন। তাতে ‘প্রেসিডেন্ট অফ ভারত’ লেখা হয়েছে, ‘প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া’র পরিবর্তে।
So the news is indeed true.
Rashtrapati Bhawan has sent out an invite for a G20 dinner on Sept 9th in the name of ‘President of Bharat’ instead of the usual ‘President of India’.
Now, Article 1 in the Constitution can read: “Bharat, that was India, shall be a Union of States.”…
— Jairam Ramesh (@Jairam_Ramesh) September 5, 2023
আরও পড়ুন: ১৩ সেপ্টেম্বর বসছে ইন্ডিয়ার সমন্বয়কারী কমিটির প্রথম বৈঠক
দেশের নাম হিসেবে শুধু ‘ভারত’ ব্যবহারের পক্ষে বিজেপি। তাদের দাবি, ‘INDIA’ শব্দটি বিদেশী। ঔপনিবেশিক শাসনের অবসান ঘটলেও রয়ে গিয়েছে নাম। এবার দেশের নামের মধ্যেও নিজস্বতা, সংস্কৃতি, ঐতিহ্যের ছোঁয়া ধরে রাখতে বিজেপি সাংসদ হরনাথ সিং যাদব দেশের নাম পাকাপাকি ভাবে ‘ভারত’ করার প্রস্তাব দেন। পার্লামেন্টের বিশেষ অধিবেশন ডাকার সঙ্গে সঙ্গে ভারতের সংবিধান থেকে ‘India’ শব্দটি বাদ দেওয়ার দাবি আরও জোরদার হয়েছে।
এমন পরিস্থিতিতে ১৮ থেকে ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য সংসদের বিশেষ অধিবেশনে এই প্রস্তাব সংক্রান্ত বিল আনার দাবি জানাচ্ছেন বিজেপি নেতারা। তবে শোনা যাচ্ছে, সরকার বিশেষ সংসদ অধিবেশন চলাকালীন সংবিধান থেকে ‘India’ শব্দটা অপসারণের বিল পেশ করতে পারে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশি জানিয়েছেন, অমৃতকালে সংসদে ফলপ্রসূ আলোচনা ও বিতর্ক চায় সরকার। পাঁচ দিনের এই বিশেষ অধিবেশনে, ‘এক দেশ, এক নির্বাচন’, ‘অভিন্ন দেওয়ানি বিধি’, ‘মহিলা সংরক্ষণ’ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে।