নয়াদিল্লি: বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে কাজ করেছে তাঁর সংস্থা। তাঁর রণনীতিতেই বিভিন্ন দলের প্রচার-অস্ত্র তৈরি হত। ভাড়াটে সেনা হিসেবে এতদিন কাজ করার পর এবার নিজেই দল গঠন করে নেতার ভূমিকায় আসছেন প্রশান্ত কিশোর ওরফে পিকে। কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া ব্যর্থ হওয়ার পরেই রাজনৈতিক আকাশবানীতে জল্পনা চলছিল অতঃকিম। সেই ধোঁয়াসা কাটিয়ে দিয়ে নিজেই টুইট করে দল গঠনের কথা জাানালেন তিনি। তাঁর এই নতুন ইনিংস শুরু হবে বিহারের মাটি থেকে। অতীতের চাণক্যের পাটলিপুত্র থেকেই পথ চলা শুরু করবেন নয়া যুগের চাণক্য।
টুইটে পিকে লেখেন, গত ১০ বছর ধরে গণতন্ত্রের জন্য কাজ করে চলেছি। গণতন্ত্রকে শক্তিশালি করা ও জনমুখী নীতিকে একটি আকার দেওয়ার কাজে সাহায্য করে এসেছি। আজ ১০ বছর পর মনে হচ্ছে এবার কাজের ধরনটা বদলানোর প্রয়োজন। এখন সংয় এসেছে সত্যিকারের নেতৃত্ব দেওয়ার। মহতী জনমুখী প্রজা পালনের দিকেই এগোতে মানুষের দরবারে হাজির হতে চেয়েছেন। এখানেই ইঙ্গিতে ‘জন সুরাজ’ শব্দটি ব্যবহার করছেন পিকে। এটাই তাঁর নতুন দলের নামকরণ কি না তাই নিয়ে জল্পনা দেখা দিয়েছে। টুইটের একেবারে শেষে তিনি লিখেছেন, শুরু হবে বিহার থেকে।
আরও পড়ুন : Andal Airport: বিমান বিভ্রাটে দুঃখপ্রকাশ সংস্থার, এখনও ভর্তি ২ যাত্রী
এর আগে কংগ্রেসে পিকের যোগদান নিয়ে যেমন টানাটানি দেখা গেল, তখনই রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছিল। পিকে ভবিষ্যতে কী পদক্ষেপ নেবেন তার আগাম আঁচ পাচ্ছিলেন রাজনীতির বিশেষজ্ঞরা। সব দোলাচল কাটিয়ে রাজনৈতিক ময়দানে এবার ক্রিজে নামচে চলেছেন বহু দলের ‘টেকনিক্যাল ডিরেক্টর’ হিসেবে সাফল্য কুড়োনো প্রশান্ত কিশোর।