বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকেই হিংসা ছড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। এমনই দাবি তুলেছিল বিজেপি। এমনকি মামলা দায়ের করা হয়েছিল হাইকোর্টে। সেই মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে নির্দেশে স্থগিতাদেশ চেয়ে আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার এই মর্মে স্থগিতাদেশ চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সেখানে তৃণমূল কংগ্রেস তথা রাজ্যের বর্তমান শাসক দলের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করে হাইকোর্ট। একটি বিশেষ কমিটি গঠন করে আগামী ৩০ শে জুনের মধ্যে রিপোর্ট দিতে বলে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্ট জানিয়েছে, পুরোনো কমিটি ঘর ছাড়াদের ঘরে ফেরাতে পারেনি। এই বিষয়ে যথেষ্ট উদাসীন রাজ্য সরকার। রাজ্য সরকারের এই কাজে যথেষ্ট অসন্তুষ্ট তারা। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে আরেকটি কমিটি তৈরি হোক। তারা ঘরছাড়া বিজেপি সমর্থকদের পরিস্থিতি দেখেশুনে, রাজ্যের সঙ্গে কথা বলে বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেবে ৩০ শে জুনের মধ্যে। তারপর পরবর্তী শুনানি। এই নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে উচ্চ আদালতে আবেদন জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।