কলকাতা: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক কতীদের সংবর্ধনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার মিলনমেলা প্রাঙ্গণে এই ভাষাতেই কৃতি ছাত্র-ছাত্রীদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতি ছাত্র-ছাত্রীদের পাশাপাশি তাদের অভিভাবক-অভিভাবিকা এবং স্কুলগুলিকেও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। আইসিএসসি ও সিবিসির কৃতীদেরও অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। জাতীয়স্তরে বাংলার পড়ুয়ারা যাতে পিছিয়ে না যায় তার জন্যই চলতি শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয় শিক্ষানীতিতে চার বছরের ডিগ্রি কোর্স চালু হচ্ছে রাজ্যে। স্নাতকোত্তর এবার থেকে এক বছররের কোর্স।
এদিন সম্বর্ধনা মঞ্চ থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড মোবাইল অ্যাপ, এডুকেশন ইকো-সিস্টেম পোর্টাল এবং ‘দ্য জেমস অব বেঙ্গল’ নামে একটি বইয়ের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্নাতকের নতুন নীতি প্রসঙ্গে বুধবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, এই সিদ্ধান্তে রাজ্য কোনও ভাবেই জাতীয় শিক্ষানীতি অনুসরণ করছে না। রাজ্য যে পৃথক শিক্ষানীতি গ্রহণ করেছিল বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীও রাজ্যের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনার মঞ্চ থেকে জানান, যদি অন্যান্য রাজ্য এটা চালু করে এবং আমরা না করি, তাহলে আমাদের ছাত্র-ছাত্রীরা পিছিয়ে যাবে। তিনি পড়ুযাদের উদ্দেশে বলেন, যারা দ্বাদশ পাশ করেছে, তাদের বলছি, সরকার স্নাতক পাঠ্যক্রমের নতুন নীতি নিয়েছে। আগে তিন বছর লাগত স্নাতক হতে, তাদের পাঠক্রমের মেয়াদ বেড়ে চার বছর হচ্ছে। যারা পাস কোর্সে পড়বে, তাদের তিন বছরই লাগবে। কিন্তু যারা স্নাতকোত্তর পর্যায়ের পড়াশোনা করবে, আগে পড়তে যা দু’বছর লাগত, বদলে এখন এক বছরেই মাস্টার ডিগ্রি পাবে তারা।
আরও পড়ুন: Oppositions Unity-Congress | নীতীশের পাটনা বৈঠকে নাও থাকতে পারেন রাহুল-খাড়্গে
অনুষ্ঠানে তিনি বলেছেন, দরিদ্র ছাত্রছাত্রীরা ভবিষ্যতের পড়াশোনা চালাতে না পারলে শিক্ষা দফতরে আবেদন করবে। ব্রাত্যকে বলব শিক্ষা দফতরে একটা লেটার বক্স করতে, যারা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, ওই বক্সটায় গিয়ে ওদের আবেদন পত্র জমা দেবে। সেই মতো শিক্ষা দফতরের তরফে খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ করা হবে বলেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আর্থিক সমস্যা যাতে পড়ুয়াদের ভবিষ্যেতের পথে বাঁধা হয়ে না দাঁড়ায় তার জন্য পড়ুয়াদের পাশে রয়েছে রাজ্য বলেন মুখ্যমন্ত্রী। উচ্চ শিক্ষা থেকে যাতে কেউ বঞ্চিত না হয় তার জন্য সকল পড়ুয়াদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড রয়েছে, আর তাতেই রাজ্য সরকার গ্যারেন্টার।
ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধ করে মুখ্যমন্ত্রী বলেন, কখনও নিজেকে দুর্বল ভাববে না। হতাশা জীবনের শত্রু। সবসময় মনে করবে, আমি পারব। মনে রাখবেন, হেরে যাওয়ার জন্য পৃথিবীতে জন্মগ্রহণ করেননি, জেতার জন্য জন্মগ্রহণ করেছেন।