বনগাঁ: অশান্তির কারণে বন্ধ হয়ে গিয়েছিল ভোটগ্রহণ। বাগদার নওদাপাড়ায় ৭২ নম্বর বুথে সোমবার সকাল থেকে নির্বিঘ্নে চলছে পুনর্নির্বাচন (Re Polling)। ওই বুথে শনিবার তৃণমূলের (TMC) সঙ্গে নির্দল ও সিপিএম (CPIM) কর্মীদের সংঘর্ষের ফলে বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। ঘটনার জেরে আহত হন ১৫ জন। সোমবার সকাল থেকেই লম্বা লাইন পড়েছে বুথের সামনে।
এই কেন্দ্রে ৬৭০ জন ভোটার রয়েছে। বেলা সাড়ে বারোটা পর্যন্ত ওই বুথে ৫০০-র উপরে ভোট পড়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ দিয়ে গোটা এলাকা ঘিরে দেওয়া হয়। এত বাহিনী থেকে ভোটাররা নিশ্চিন্ত যে, এদিন আর ভোটকে ঘিরে কোনও গোলমাল হবে। সকাল থেকে উৎসবের মেজাজে ভোট দিচ্ছে স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, শনিবার ভোটের দিন এই বুথে নিরাপত্তার কোনও বালাই ছিল না। সিভিক ভলান্টিয়ার দিয়ে ভোট করানো হয়েছে। সেই কারণেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। বোমাবাজির জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে।