কলকাতা: বিশেষজ্ঞদের আশঙ্কা মতই দুর্গাপুজোর পর থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় দৈনিক করোনা সংক্রমণ বাড়ছে। তা রুখতে সক্রিয় হয়েছেন জেলা প্রশাসনের আধিকারিকরা। যে সকল এলাকায় সংক্রমণ বাড়ছে, সেখানে কনটেনমেন্ট জোন তৈরির নির্দেশ পৌঁছেছে৷ রাজ্যেজুড়ে প্রায় ১২৯টি এলাকায় কনটেনমেন্ট জোন তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়েছে৷ পাশাপাশি জন সাধারণ সতর্ক করতে করোনা বিধি অমান্যকারীদের গ্রেফতার করছে পুলিশ৷
এ দিকে উত্তর ২৪ পরগনার মতো দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় কনটেনমেন্ট জোন তৈরি করা হচ্ছে৷ হাওড়ায় ২৩টি, পশ্চিম মেদিনীপুর ৬টি, পূর্ব বর্ধমান ২২টি, জলপাইগুড়ি ৯টি, বাঁকুড়াতে ১১টি, কোচবিহারে একটি ও ঝাড়গ্রামে ১৪টি এলাকায় কনটেনমেন্ট জোন করা হচ্ছে৷
আরও পড়ুন-পাকিস্তানকে সমর্থন জানিয়ে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, চাকরি গেল রাজস্থানের স্কুল শিক্ষিকার
কারণ, সাধারণ মানুষের মধ্যে সচেতনতার লক্ষণ নেই। রাস্তাঘাটে অধিকাংশের মুখেই ঠিক মতো মাস্ক থাকছে না। নৈশ কার্ফু অগ্রাহ্য করছেন অনেকে। সোমবার রাতে মাইকে প্রচারের পাশাপাশি বিভিন্ন জেলার পুরএলাকায় টহল দেয় পুলিশ। পথচলতি মানুষের হাতে মাস্কও তুলে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে।
এ দিকে, সোমবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ফের করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে৷ কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ রাজ্যে নতুন করে ৮০৫ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ সংক্রমণের নিরিখে ফের শীর্ষে রয়েছে কলকাতা৷ সেখানে গত ২৪ ঘণ্টায় ২২৯ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ কলকাতার পরেই রয়েছে কলকাতা লাগোয়া উত্তর ২৪ পরগনা৷ সেখানে এক দিনে ১৪২ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাধ্য হয়ে জেলা জুড়ে ৫১টি জায়গায় কনটেনমেন্ট জোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন৷ দৈনিক করোনা আক্রান্তের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে জেলা দক্ষিণ ২৪ পরগনা৷ সেখানে গত ২৪ ঘণ্টায় ৬৯ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ বাকি করোনা আক্রান্তরা রাজ্যের অন্যান্য জেলার বাসিন্দা৷
আরও পড়ুন-৩১ অক্টোবর ত্রিপুরা যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
এ দিনের বুলেটিনে রাজ্য ১১ জন করোনা আক্রান্তের মৃত্যুর কথা বলা হয়েছে৷ দৈনিক মৃত্যুর নিরিখেও এগিয়ে রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলা৷ এই দুই জেলায় ৩ জন করে করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে৷ সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৬৭৭ জনের মৃত্যু হয়েছে৷ বর্তমানে রাজ্য করোনা অ্যাক্টিভ সংখ্যা ৭ হাজার ৮৬৯ জন৷ আজ পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত হয়েছেন ১৫ লাখ ৮৮ হাজার ৬৫ জন৷