জেলা ভাগের কুড়ি বছর পর নিজস্ব পুলিশ লাইনে পুলিশ দিবস পালন পূর্ব মেদিনীপুরে
কলকাতা টিভি ওয়েব ডেস্ক
Published By: পবিত্র ত্রিবেদী
প্রকাশের সময় :
শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩, ০১:১৮:৫৫ পিএম
/
৪৫
বার খবরটি পড়া হয়েছে
পবিত্র ত্রিবেদী
তমলুক: জেলা ভাগ হয়েছে কুড়ি বছর আগে। দীর্ঘ কুড়ি বছর পর পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পুলিশ (Police) পেয়েছে তমলুকের (Tamluk) নিমতৌড়িতে নিজস্ব ভবন। আর সেই ভবনেই পালিত হলো পুলিশ দিবস (Police Day)। এদিন সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটিকে উদযাপন করা হয়।
শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ লাইনে (Police Line) পতাকা উত্তোলন করেন পুলিশ সুপার অমরনাথ কে। এদিন জেলা পুলিশের পক্ষ থেকে মার্চ পাস্ট করা হয়। তাতে অভিবাদন গ্রহণ করেন জেলা পুলিশ সুপার। পুলিশ সুপার অমরনাথ কে জানান, জেলা ভাগের কুড়ি বছর পর রাজ্যের বৃহৎ জেলা পূর্ব মেদিনীপুর জেলায় পুলিশ তাদের নিজস্ব ভবন পেয়েছে। গত এপ্রিল মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তার উদ্বোধন হয়েছে। আজ সেই পুলিশ লাইনে পুলিশ দিবস উদযাপন করতে পেরে খুব ভালো লাগছে।আগামীদিনে যাতে জেলায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেদিকে আমাদের নজর থাকবে।