তমলুক: ভিড় সরাতে পুলিশের (Police) ব্যাপক লাঠিচার্জ তমলুকের ডিমারি হাইস্কুলে। পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের গণনা কেন্দ্র ডিমারি হাই স্কুলে বিভিন্ন রাজনৈতিক দলের সমর্থকদের ভিড়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ব্যাপক লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ওই কর্মী সমর্থকদের দাবি, গণনা কেন্দ্রের অনেকটা দূরে থাকা সত্ত্বেও, এভাবে কেন পুলিশ লাঠিচার্জ করল।
পঞ্চায়েত ভোটে রাজ্যের ৩৩৯টি কেন্দ্রে সঠিক সময় গণনার কাজ শুরু হয়েছে বলে রাজ্য নির্বাচন কমিশন। সকাল ১০ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, গ্রাম পঞ্চায়েতের ১০টি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে রয়েছে ৬০১টি আসনে। এখনও পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনায় পাঁচটি আসনে জয় তৃণমূলের। বিজেপি এগিয়ে ৯২, সিপিআই ৪, সিপিএম ১০৪, কংগ্রেস ১২, ফরওয়ার্ড ব্লক ২, অন্যান্য ২১, নির্দল ৪৫টি এগিয়ে। ইতিমধ্যেই বিভিন্ন গণনা কেন্দ্র থেকে যে অভিযোগ এসেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। রিপোর্ট চাওয়া হয়েছে ও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা।
গলসিতে সিপিএম এজেন্টকে মারধর। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযোগ, তৃণমূলের দিকে। গণনা কেন্দ্রে ঢুকতে না দেওয়ায় বিজেপি কর্মীদের কাটোয়া থানায় বিক্ষোভ।। পুনর্নির্বাচনের দাবিতে বিক্ষোভ। বর্ধমানের কাটোয়া ১ নম্বর ব্লকের বিজেপি কর্মীদের অভিযোগ, তাঁদের গণনা কেন্দ্রে ঢোকার আগেই অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। অভিযোগ উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। এরপরই তাঁরা কাটোয়া থানায় অবস্থান বিক্ষোভ করছেন।