কলকাতা: এলগিন রোডের (Bhawanipur Murder) হোটেলে ব্যবসায়ীর দেহ উদ্ধারকে ঘিরে উঠে আসছে একাধিক প্রশ্ন। তদন্তে নেমে পুলিস গোয়েন্দা আধিকারিকরা বেশ কয়েকটি রহস্যের সূত্র মেলাতে পারছেন না। এই বিষয়ে আরও জানতে ফরেনসিক দল ঘটনাস্থলে গিয়েছে।
পুলিস জানিয়েছে, নিহত এস এল বৈদ্যর একটি সোনার দোকান ছিল। সোমবার সন্ধেয় লর্ড সিনহা রোডের দোকান থেকে বেড়িয়ে তিনি পান কিনতে যান। তার পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। রাতে তাঁর দেহ উদ্ধার হয় হোটেলে। পুলিস ও পরিবার সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে তাঁর বাড়িতে ফোন আসে।পুলিস সেই ফোন নম্বরটি খতিয়ে দেখছে।
কিন্তু প্রশ্ন হচ্ছে,