নয়াদিল্লি: আগামী সোমবার, ৩ জুলাই বসতে পারে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে জানুয়ারি মাসের পর ফের বসতে চলেছে মন্ত্রিসভা। রাজনৈতিক মহলের অনুমান, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মন্ত্রিসভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রদবদল হতে পারে। প্রসঙ্গত, দ্বিতীয় মোদি সরকারের এটাই শেষ বছর। সেই হিসেবে মোদি নেতৃত্বাধীন বিজেপি সরকারের নবম বর্ষপূর্তি চলছে। এই বছরেই বেশ কয়েকটি রাজ্য বিধানসভা ভোট রয়েছে। ফলে সব মিলিয়ে জনমানসে স্বচ্ছ ও সাফল্যের ভাবমূর্তি তুলে ধরতে বেশ কিছু নতুন মুখ বা মন্ত্রক বদলের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, মণিপুর পরিস্থিতি নিয়ে ভোটের বছরে বেশ কিছুটা অস্বস্তিতে রয়েছে কেন্দ্র। তা নিয়ে সোমবার পর্যালোচনা হতে পারে। মণিপুর নিয়ে গুরুতর কোনও সিদ্ধান্ত নিতে পারেন মোদি। ৩ জুলাইয়ের বৈঠক প্রগতি ময়দানে নতুন তৈরি কনভেনশন সেন্টারে হতে পারে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Rahul Gandhi in Manipur | রাহুলের উপর গ্রেনেড হামলার আশঙ্কা ছিল, জানালেন পুলিশ কর্তা
আগামী বছর লোকসভা নির্বাচন। এই নির্বাচনের দিকে তাকিয়ে গোটা দেশ। বিজেপির কাছে অগ্নিপরীক্ষা এই নির্বাচন। কারণ কর্নাটকে হাতছাড়া হয়েছে সরকার। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে কংগ্রেস। চলতি বছরে একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বাকি রাজ্যে এই পরিস্থিতি না হয়, তার জন্য নড়চড়ে বসেছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রে খবর, বুধবারই গভীর রাতে নিজের বাসভবনে বিজেপির শীর্ষ নেতৃত্বকে নিয়ে বৈঠকে করেন নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, বিজেপির সাংগঠনিক ক্ষেত্রে ব্যাপক রদবদলের সম্ভাবনা রয়েছে। এমনকী, লোকসভা নির্বাচনকে মাথায় রেখে মন্ত্রিসভাতেও বড় রদবদল করা হতে পারে।
গেরুয়া শিবির সূত্রে খবর, গতকাল প্রধানমন্ত্রীর বাসভবনে টানা ৫ ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়। এর আগেও কখনও এমন হয়নি। কয়েকদিন আগেও মোদি-শাহ-নাড্ডা বৈঠক করেছেন, তবে এত দীর্ঘ বৈঠক বিরল। স্বাভাবিকভাবেই এই বৈঠককে ঘিরে শুরু হয়েছে জল্পনা।
সূত্রের খবর, এ বছরে মধ্যপ্রদেশ, তেলঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই বিজেপির সংগঠনে আরও সক্রিয় করতে এই বৈঠক ডাকেন মোদি। জানা গিয়েছে, সংগঠনকে চাঙ্গা করতে বড় পরিবর্তন আনা হতে পারে দলে। ওই রাজ্যগুলিতে রাজ্য সভাপতি, রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা একাধিক পদে বড়সড় রদবদল করা হতে পারে বলে গেরুয়া শিবির সূত্রে খবর।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই সাংগঠনিক রদবদল নিয়ে বিজেপির শীর্ষ নেতৃত্ব স্তরে আলোচনা চলছে। জুন মাসের তৃতীয় সপ্তাহেই বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে সূত্রের খবর, বুধবারের বৈঠক ছিল অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) নিয়ে। যদিও গতকালের বৈঠক নিয়ে বিজেপির তরফে কোনও কিছু জানানো হয়নি।