নয়াদিল্লি: মণিপুরে মা-বেটিদের উপর অত্যাচার চলছে। মঙ্গলবার ৭৭-তম স্বাধীনতা দিবসে এমনই মন্তব্য করলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা উত্তোলন করতে দিল্লির লালকেল্লায় পৌঁছন প্রধানমন্ত্রী। সেখানেই তাঁর মুখে উঠে আসে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরের প্রসঙ্গ। তবে মণিপুরে বর্তমানে শান্তি ফিরছে বলেও জানান প্রধানমন্ত্রী।
এদিন মণিপুর প্রসঙ্গে মোদি বলেন, মণিপুর-সহ বিভিন্ন জায়গায় যে হিংসার ঘটনা ঘটেছে, তা দুঃখজনক। মণিপুরে মা-বেটিদের উপর অত্যাচার চলছে। তবে এখনে সেখানে ধীরে ধীরে শান্তি ফিরেছে। গোটা দেশ মণিপুরের সঙ্গে আছে। কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সেই শান্তি বজায় রাখার চেষ্টা করবে। শান্তির মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।
আরও পড়ুন: মহিলাদের জন্য লাখোপতি দিদি প্রকল্পের ঘোষণা মোদির
উল্লেখ্য, মণিপুর ইস্যুতে প্রথমদিন থেকেই ঝড় উঠেছিল সংসদের বাদল অধিবেশন। এদিনও শুরুতেই অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য এবং কংগ্রেস দলনেতা অধীর চৌধুরীর সাসপেনশন নিয়ে উত্তাল হয়ে ওঠে লোকসভা। মণিপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে রাহুল বলেন, কিছুদিন আগে আমি মণিপুর গিয়েছিলাম। আর আমাদের প্রধানমন্ত্রী আজ পর্যন্ত সেখানে যাওয়ার সময় পাননি। আপনারা মণিপুরের মানুষকে হত্যা করে দেশকে হত্যা করেছেন। কারণ মণিপুর যে দেশের একটা অংশ তা মনেই করেন না প্রধানমন্ত্রী। আপনারা দেশদ্রোহী। মণিপুরে দেশকে হত্যা করা হয়েছে। আপনারা ভারতমাতার রক্ষক নন, আপনারা ভারতমাতার ঘাতক।
প্রসঙ্গত মণিপুর হিংসা বেড়ে ওঠার পিছনে যে বিরোধীদের ভূমিকা রয়েছে, তা নিয়েও তোপ দাগেন প্রধানমন্ত্রী। তাঁর অভিযোগ, মণিপুরবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সেই মণিপুর প্রসঙ্গ ফিরল স্বাধীনতা দিবসের ভাষণে। এদিন ভাষণে প্রধানমন্ত্রী মেনে নে, মণিপুরের মহিলাদের উপর অত্যাচার হয়েছে। তবে ধীরে ধীরে সেই রাজ্য শান্তিও ফিরছে বলে জানান তিনি।