কলকাতা টিভি ওয়েব ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে দেশের নৌবাহিনীর নতুন পতাকা উত্তোলন হবে। আগামী ২ সেপ্টেম্বর কোচিতে নৌসেনার প্রতীক সংবলিত এই নতুন পতাকা তুলবেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গেই ব্রিটিশ উপনিবেশের কালোছায়া-মুক্ত ‘আত্মনির্ভর’ ভারতের নয়া নিশান নীল আকাশে পাখা মেলবে। প্রসঙ্গত, ওইদিনই কোচিতে প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানবাহী নৌতরী আইএনএস বিক্রান্তকে সাগরে ভাসাবেন মোদি।
১৯৫০ সাল থেকে এ পর্যন্ত মোট চারবার নৌবাহিনীর ধ্বজা পরিবর্তন হতে চলেছে। সেই হিসেবে আগামী ২ সেপ্টেম্বর নৌসেনার কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ একই দিনে দেশীয় প্রযুক্তির বোমারু বিমান বহনকারী যুদ্ধজাহাজের কাজ শুরু এবং নতুন নিশানের উন্মোচন হতে চলেছে। প্রধানমন্ত্রীর দফতরের তরফে বলা হয়েছে, সমৃদ্ধশালী ভারতীয় নৌসেনার ঐতিহ্যকে আরও উঁচুতে তুলে ধরতে উপনিবেশবাদের অতীতকে দূরে সরিয়ে দিতেই এই উদ্যোগ।
আরও পড়ুন: Suvendu-Kunal: মানহানির মামলায় ধাক্কা শুভেন্দুর, ব্যক্তিগত হাজিরার নির্দেশ আদালতের
একঝলকে দেখে নেওয়া যাক এই নয়া নিশান কী? আগেই বা কী ছিল তার রংরূপ।
∙ প্রতি বাহিনীরই একটি করে নিজস্ব ধ্বজা রয়েছে। শুধু এদেশে নয়, বিদেশের প্রতি দেশে এরকম পতাকা আছে।
∙ এই পতাকা সমস্ত নৌসেনার অফিসে, জাহাজে, স্থলবিভাগে ও নৌ-বিমানঘাঁটিতে ওড়ে।
∙ ভারতীয় নৌবাহিনীর পতাকার জন্ম ব্রিটিশ জমানায়। ১৯৩৪ সালের ২ অক্টোবর তৎকালীন বোম্বাইয়ে রয়্যাল ইন্ডিয়ান নেভির সদর দফতর খোলা হয়।
∙ স্বাধীনতা পরবর্তী ভারতে ১৯৫০ সালে রয়্যাল কথাটি বাদ দিয়ে গঠিত হয় ভারতীয় নৌবাহিনী। তার আগে সাদা পতাকার উপরে রেড ক্রস আঁকা থাকত। তার বাঁদিকের কোণায় ছিল ব্রিটিশ পতাকা আঁকা।
∙ বর্তমানে বাহিনীর যে পতাকাটি রয়েছে, সেটি হল— একটি সাদা কাপড়ের উপরে রেড ক্রস আঁকা। ইংল্যান্ডের সেন্ট জর্জের স্মৃতিতে এই রেড ক্রস জগদ্বিখ্যাত। ক্রসের মাঝখানে ভারতের প্রতীক চিহ্ন রয়েছে। বাঁদিকের কোণের অংশে ত্রিবর্ণ পতাকা আঁকা।
∙ ২০০১ সালে নৌবাহিনী পতাকায় পরিবর্তন এনে জাতীয় পতাকার নীচের কোণে তাদের প্রতীক নোঙরের উপরে অশোক স্তম্ভ বসায়।
∙ ২০০৪ সালে ধ্বজায় ফের পরিবর্তন আনা হয়। এবারে আবার রেড ক্রসের বাঁদিকে জাতীয় পতাকার সঙ্গে ক্রসের মাঝখানে বসানো হয় সোনালি রংয়ের অশোক স্তম্ভ।
∙ ২০১৪ সালে অশোক স্তম্ভের নীচে দেবনাগরীতে ‘সত্যমেব জয়তে’ লিখে আবার নতুন করে পতাকা তৈরি করা হয় নৌবাহিনীর।
∙ এবার নতুন নিশানে কী পরিবর্তন আনা হবে, তা বিস্তারিত জানানো না-হলেও ব্রিটিশরাজের রেড ক্রস আর থাকবে না বলেই মনে করা হচ্ছে।