জোহানেসবার্গ: ইতিহাস গড়ল ভারত। বুধবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোই প্রথমবার চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে মহাকাশযান অবতরণ করে দেখাল। দক্ষিণ আফ্রিকা থেকে চন্দ্রযান ৩-এর লাইভ অবতরণ দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইসরো সহ গোটা দেশবাসীকে শুভেচ্ছা বার্তা জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, চাঁদের মাটিতে ভারত পা রেখেছে। আমরা এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম। এই ঘটনা দেশের চিরদিনের চেতনা হয়ে থেকে যাবে। এই মুহূর্ত অবিস্মরণীয়, অভূতপূর্ব। এটা গর্বের। গোটা দুনিয়া আজ আমাদের দিকে তাকিয়ে ছিল। আমি এখন দক্ষিণ আফ্রিকায়। দেশবাসীর সঙ্গে আমার মনও মহাকাশের দিকেই পড়েছিল। স্বাধীনতার অমৃতকালে নতুন অমৃতের সন্ধান পেল ভারত। এরই নাম নতুন ভারত। শুধু ভারতবাসীই নয়, বিশ্ববাসীর কাছেও আজ ভারতের সম্মান অনেকটাই বেড়ে গেল এই সফল চন্দ্রযান অভিযানের ফলে। ইসরোর বিজ্ঞানীদের আমি অভিনন্দন জানাই।
পাশাপাশি এদিন দুটি বড় ঘোষণাও করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এবার সূর্য ও শুক্রগ্রহেও যাবে ভারত। আগামী দিনে ভারতের পরিকল্পনা রয়েছে সূর্য অভিযান ও শুক্র অভিযানেরও। বিক্রমের চাঁদে নামার লাইভ ভিডিও চলছিল বিভিন্ন প্ল্যাটফর্মে। তার মধ্যে ছিল ইসরোর ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলেই এই ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকল ৯০ লক্ষের বেশি মানুষ। এখন পর্যন্ত ইউটিউবে লাইভ ভিউয়ারশিপে রেকর্ড ছিল স্প্যানিশ পপ তারকা আইবে-র গানের। সেই ভিডিও লাইভ দেখেছিল ৩৪ লক্ষ মানুষ। তারপর তা ক্রমশই বাড়তে থাকে। বাড়তে বাড়তে ৯.১ মিলিয়নে পৌঁছয়। চন্দ্রযানের অবতরণ তাকেও ছাড়িয়ে গেল। সেই সঙ্গে তৈরি হল ইতিহাস।
আরও পড়ুন: চাঁদে নামার ভিডিও দেখল বিশ্ব, ভেঙে চুরমার যাবতীয় রেকর্ড
এদিন সকাল থেকেই উৎকণ্ঠার প্রহর গুণছিল ১৪০ কোটির দেশে ভারতবর্ষ। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে এই ঔতিহাসিক মুহূর্তের লাইভ সম্প্রচার করা হয়েছিল। বাড়ি থেকে শুরু করে অফিসকাছারি, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তাঘাট সর্বত্রই আলোচনার বিষয় ছিল একটাই, সফলভাবে বিক্রম চাঁদের মাটিতে পা রাখবে কি না। সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ছিল সেই মাহেন্দ্রক্ষণ। সময় যত বেড়েছে ততই দেশবাসীর উদ্বেগ বেড়েছে। নির্দিষ্ট সময়ের সামান্য আগেই বিক্রম নেমে পড়ল চাঁদের মাটিতে। শুরু হল নতুন ইতিহাস। সারা দেশে উৎসবে মাতল আমজনতা। বাজি ফাটিয়ে, মিষ্টি বিতরণ করে অনেকে এই ঐতিহাসিক মুহূর্তকে বরণ করলেন। পশ্চিমবহ্গের বিভিন্ন জেলাতেও জায়ান্ট স্ক্রিনে লাইভ সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবস্থাপনা বিজেপির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় থেকে শুরু করে সব রাজনৈতিক নেতাই এই ঐতিহাসিক ঘটনার জন্য ইসরোর টিমকে স্বাগত জানিয়েছেন।