আমেদাবাদ: অসুস্থ নবোতিপর মাকে দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ইউএন মেহতা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মোদি মা হীরাবেন মোদির (Heeraben Modi) অবস্থা স্থিতিশীল রয়েছে। এছাড়া আর কোনও ব্যাখ্যা দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। গুজরাত বিজেপির বিধায়ক দর্শনাবেন বাঘেলা এবং কৌশিক জৈন হাসপাতালে গিয়েছেন।
কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) প্রধানমন্ত্রীর মায়ের সুস্বাস্থ্য কামনা করেছেন। মোদিকে উদ্দেশ করে লেখা এক টুইটে রাহুল বলেছেন, মা ও ছেলের সম্পর্ক হল অমূল্য ও অন্তরের বন্ধন। মোদিজি এই সঙ্কটকালে আমার ভালোবাসা ও সহযোগিতা আপনার সঙ্গে সবসময় আছে। আমি আশা করি, আপনার মা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।
আরও পড়ুন: Rahul Gandhi’s Safety: রাহুল গান্ধীর নিরাপত্তা নিয়ে অমিত শাহকে চিঠি কংগ্রেসের
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদির (Narendra Modi) মা হীরাবেন মোদি (Heeraben Modi)। মঙ্গলবার রাত থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত আহমেদাবাদের (Ahmedabad) একটি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। প্রসঙ্গত, গত জুন মাসে ৯৯ বছরে পা দিয়েছেন মোদির মা।
মায়ের সঙ্গে সুনিবিড় বন্ধনের কথা প্রায়ই বলেন প্রধানমন্ত্রী (PM)। কিছুদিন আগেই গুজরাতে বিধানসভা নির্বাচনের (Assembly Elections) প্রচার চালাতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেছিলেন তিনি। দুজনের কথাবার্তা, চা খাওয়ার ছবি উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়।
জুন মাসে হীরাবেনের ৯৯তম জন্মদিনেও তাঁর সঙ্গে দেখা করেছিলেন প্রধানমন্ত্রী। মাকে নিয়ে ‘মাদার’ নামে একটি আবেগপ্রবণ ব্লগ লিখেছিলেন তিনি। অতি সম্প্রতি নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi) কর্নাটকের (Karnataka) মাইসুরুতে একটি গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছিলেন। হীরাবেনের অসুস্থ হওয়ার খবর এল তার পরেই।