নয়াদিল্লি: মণিপুরে অসম রাইফেলসের কম্যান্ডিং অফিসারের গাড়িতে হামলার ঘটনায় নিন্দা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অন্যদিকে, শোক সন্তপ্ত পরিবারে প্রতি সমবেদনা জানিয়ে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উরগে দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী৷
প্রধানমন্ত্রী মোদি টুইটে লেখেন, ‘মণিপুরে আসাম রাইফেলসের গাড়িতে হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। আজকের হামলায় যারা শহীদ হয়েছেন তাঁদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই৷ সেনাদের আত্মত্যাগ কখনও ভোলার নয়।
Strongly condemn the attack on the Assam Rifles convoy in Manipur. I pay homage to those soldiers and family members who have been martyred today. Their sacrifice will never be forgotten. My thoughts are with the bereaved families in this hour of sadness.
— Narendra Modi (@narendramodi) November 13, 2021
কংগ্রেস নেতা রাহুল গান্ধী লিখেছেন,‘ মণিপুরে সেনা কনভয়ে সন্ত্রাসী হামলা আরও একবার প্রমাণ করে মোদি সরকার দেশকে রক্ষা করতে অক্ষম। শহীদদের প্রতি আমার সমবেদনা এবং সেনাদের পরিবারের প্রতি সমবেদনা। জাতি মনে রাখবে তোমার আত্মত্যাগ।’
मणिपुर में सेना के क़ाफ़िले पर हुए आतंकी हमले से एक बार फिर साबित होता है कि मोदी सरकार राष्ट्र की सुरक्षा करने में असमर्थ है।
शहीदों को मेरी श्रद्धांजलि व उनके परिवारजनों को शोक संवेदनाएँ। देश आपके बलिदान को याद रखेगा।
— Rahul Gandhi (@RahulGandhi) November 13, 2021
মণিপুরের চূড়াচন্দ্রপুর জেলার বেহিয়াংয়ের সেহকেন গ্রামের কাছে এই হামলা হয়েছে। গাড়িতে ৪৬ অসম রাইফেলসের কর্নেল বিপ্লব ত্রিপাঠী এবং তাঁর পরিবার ছিল। জঙ্গি হামলায় ওই অফিসার, তাঁর স্ত্রী এবং সন্তান নিহত হয়েছেন। কুইক রেসপন্স টিমের চার জওয়ানও নিহত হয়েছেন।
অসম রাইফেলসের জওয়ানরা বিপ্লব ত্রিপাঠীর কনভয়ের সঙ্গে ছিলেন। সকাল ১০টা নাগাদ জঙ্গিরা কনভয়ে হামলা চালায়। কম্যান্ডিং অফিসার বিপ্লব ত্রিপাঠীর স্ত্রী এবং সন্তান ঘটনাস্থলেই মারা যান। ইতিমধ্যেই জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছেন জওয়ানরা। সূত্রের খবর, ওই এলাকায় গুলির লড়াই চলছে। এখন পর্যন্ত কাউকে ধরতে পারেনি জওয়ানরা।
শুক্রবার বিপ্লব ত্রিপাঠী বেহিয়াং এলাকা পরিদর্শনে গিয়েছিলেন। গত রাতে পরিবারের সঙ্গে তিনি ওখানেই ছিলেন। আজ সকালে কনভয় নিয়ে সেখান থেকে ফিরছিলেন বিপ্লব। সেই সময় বেহিয়াং থানা থেকে ৪ কিলোমিটার দূরে আচমকা কনভয়ের উপর হামলা চালানো হয়। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি।
আরও পড়ুন-কোথায় সুবীরের ফোন? উত্তর হাতড়াচ্ছেন তদন্তকারীরা
প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে, নিষিদ্ধ মণিপুরি জঙ্গি সংগঠন পিপলস লিবারেশ আর্মি (পিএলএ) এই হামলার পিছনে রয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এই হামলার কড়া নিন্দা করেছেন। তিনি টুইটে লিখেছেন, অসম রাইফেলসের উপর হামলার ঘটনার কড়া নিন্দা করছি। রাজ্য পুলিশ এবং জওয়ানরা জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছেন।