নয়াদিল্লি: কৃষকদের বিক্ষোভের জেরে পঞ্জাবের ফিরোজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi Security Breach) কনভয় আটকে পড়ার ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি৷ এই অবস্থায় ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে ৩ সদস্যের কমিটি গড়েছে স্বরাষ্ট্রমন্ত্রক৷ তিন সদস্যের এই তদন্ত কমিটির নেতৃত্ব দেবেন নিরাপত্তা সচিব সুধীর কুমার সাক্সেনা, মন্ত্রিপরিষদ সচিবালয় এবং যুগ্ম পরিচালক বলবীর সিং, আইবি এবং এসপিজি আইজি এস সুরেশ। যত দ্রুত সম্ভব এই কমিটিকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এ দিকে নিরাপত্তায় মারাত্মক গাফিলতির অভিযোগ তুলে কংগ্রেস সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে বিজেপি (BJP)৷ দিল্লি ফিরে যাওয়ার আগে খোদ নরেন্দ্র মোদি (PM Modi) খোঁচা দিয়ে বলেন, ‘বেঁচে ফিরতে পেরেছি, এই অনেক৷ এর জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ৷’ বিতর্কের জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট অবধি৷ গতকালের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চেয়ে বৃহস্পতিবার শীর্ষ আদালতে দায়ের হয়েছে একটি পিটিশন৷ প্রধান বিচারপতি এন ভি রমানার ডিভিশন বেঞ্চ যেটি গ্রহণ করেছে৷ শুক্রবার ওই মামলাটি শুনবে আদালত৷
বুধবারের ওই ঘটনার পর ফিরোজপুরের সভা বাতিল করে ভাতিন্দা হয়ে দিল্লি ফিরে যান মোদি৷ তবে যাওয়ার আগে গোটা ঘটনা নিয়ে নিজের বিরক্তি চেপে রাখেননি নমো৷ পঞ্জাবের কংগ্রেস সরকারকে খোঁচা মেরে প্রধানমন্ত্রী বিমানবন্দরের অফিসারদের বলেন, ‘বেঁচে ফিরতে পেরেছি, এই অনেক৷ এর জন্য পঞ্জাবের মুখ্যমন্ত্রীকে আমার হয়ে ধন্যবাদ জানাবেন৷’ প্রধানমন্ত্রীর নিরাপত্তায় অব্যবস্থা নিয়ে সেই থেকে শুরু হয়েছে পঞ্জাব ও কেন্দ্রের টানাপড়েন৷ বিষয়টিতে রাজনৈতিক রঙ লাগতেও দেরি হয়নি৷ বৃহস্পতিবার সকালেও বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানায়, গতকাল বিক্ষোভ চলাকালীন ফ্লাইওভারে প্রধানমন্ত্রীর কনভয় ১৫-২০ মিনিট দাঁড়িয়ে ছিল৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিরাপত্তায় গাফিলতি নিয়ে রাজ্যের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে৷
অন্যদিকে, মোদির কনভয় আটকে থাকার ঘটনায় দুই সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে পঞ্জাব সরকার৷ ওই কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ অন্যদিকে, দিল্লি ফিরে যাওয়ার পর বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সূত্রের খবর, মোদির নিরাপত্তায় গাফিলতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি৷ পঞ্জাব পুলিসের ভূমিকার কড়া নিন্দা করে স্বরাষ্ট্রমন্ত্রক৷ এদিন সকলে অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, প্রধানমন্ত্রীর জন্য বিকল্প রাস্তার ব্যবস্থা ছিল না৷ পঞ্জাব পুলিস এর দায় এড়াতে পারে না৷