নয়াদিল্লি: গত বছর নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস (Parakram Diwas) হিসেবে ঘোষণা করেছিল ভারত সরকার৷ আজ ২৩ জানুয়ারির দিন টুইট করে গোটা দেশকে পরাক্রম দিবসের শুভকামনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi on Netaji’s Birth Anniversary)৷ পাশাপাশি নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে এদিন সন্ধ্যায় ইন্ডিয়া গেটে বসতে চলেছে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়কের হলোগ্রামের মূর্তি৷ যেটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী৷
নেতাজির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে নরেন্দ্র মোদি এদিন টুইটে লেখেন, ‘দেশের প্রতি মনুমেন্ট সমান তাঁর অবদানের জন্য প্রত্যেক ভারতীয় গর্বিত৷ এমন এক ব্যক্তির কাছে আমি মাথা নত করি৷’ প্রধানমন্ত্রী ছাড়াও দেশনায়ককে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা৷ টুইটে অরবিন্দ কেজরিওয়াল লেখেন, ‘দেশের প্রতি নেতাজির ত্যাগ ও সমপর্ণ প্রত্যেক ভারতবাসীকে প্রেরণা দেয়৷’
सभी देशवासियों को पराक्रम दिवस की ढेरों शुभकामनाएं।
नेताजी सुभाष चंद्र बोस की 125वीं जयंती पर उन्हें मेरी आदरपूर्ण श्रद्धांजलि।
I bow to Netaji Subhas Chandra Bose on his Jayanti. Every Indian is proud of his monumental contribution to our nation. pic.twitter.com/Ska0u301Nv
— Narendra Modi (@narendramodi) January 23, 2022
भारतीय स्वतंत्रता संग्राम के वीर सेनानी नेताजी सुभाष चन्द्र बोस जी को उनकी जयंती पर शत-शत नमन। देश के प्रति नेताजी का त्याग और समर्पण हम सभी देशवासियों को प्रेरित करता है।
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 23, 2022
অন্যদিকে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে প্রজাতন্ত্র দিবস উদযাপন৷ অন্যান্য বছর ২৪ জানুয়ারির দিন থেকে শুরু হয় এই উদযাপন৷ কিন্তু এবার একদিন এগিয়ে আনা হয়েছে৷ পাশাপাশি সন্ধ্যায় ইন্ডিয়া গেটের ছাউনির (ক্যানোপি) নীচে আজ বসতে চলেছে ২৮ ফুট লম্বা নেতাজির হলোগ্রাম মূর্তি৷ পরে সেটি সরিয়ে বসানো হবে নেতাজির গ্রানাইট মূর্তি৷
আরও পড়ুন: Amit Shah: এবার ৩০০ পার, উত্তরপ্রদেশে প্রচারে নেমেই আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন অমিত