নয়াদিল্লি: ইন্ডিয়া কিংবা ভারত নিয়ে মন্ত্রীদের ইচ্ছেমতো মুখ খুলতে নিষেধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেবল দায়িত্বপ্রাপ্ত নেতারাই এনিয়ে জবাব দেবেন বলে নির্দেশ মোদির। একইসঙ্গে ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের বিতর্কিত সনাতন ধর্ম নিয়ে মন্তব্যের যোগ্য জবাব দিতেও পরামর্শ মোদির। জি ২০ সম্মেলনের আগে মন্ত্রিসভার এক বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ইতিহাসের পথে হাঁটতে যাবেন না। সংবিধানে বর্ণিত সত্যের উপর অবিচল থাকুন। চলতি পরিস্থিতি নিয়ে কথা বলুন।
প্রসঙ্গত, সনাতন ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন-পুত্র ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিনের বিরুদ্ধে এফআইআর দায়ের হল উত্তরপ্রদেশের রামপুরে। একইসঙ্গে উদয়নিধির মন্তব্যকে সমর্থন করায় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছেলে প্রিয়াঙ্ক খাড়্গের বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা এবং ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগ আনা হয়েছে দুজনের বিরুদ্ধে। মঙ্গলবার রামপুরের সিভিল লাইন্স থানায় এফআইআর হলেও পুলিশ বুধবার এ খবর জানিয়েছে।
আরও পড়ুন: বেতন বন্ধ করতে পারলে করুন, মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ যাদবপুরের উপাচার্যের
আইনজীবী হর্ষ গুপ্তা এবং রাম সিং লোধি সংবাদ মাধ্যমের খবর উদ্ধৃত করে তাঁরা অভিযোগে জানিয়েছেন, রাজনীতিকদের এহেন মন্তব্য তাঁদের ভাবাবেগকে আহত করেছে। গত শনিবার তামিলনাড়ুতে একটি অনুষ্ঠানে উদয়নিধি বলেছিলেন, সনাতন ধর্ম ডেঙ্গু ও ম্যালেরিয়ার মতো অসুখ। এরপরেই রে রে করে আসরে নেমে পড়ে বিজেপি সহ হিন্দুত্ববাদীরা।
উল্লেখ্য, তামিলনাড়ুর ডিএমকে নেতা, তরুণ মন্ত্রী উদয়নিধি (Udhayanidhi) স্ট্যালিন সনাতন ধর্ম (Sanatan Dharma) নিশ্চিহ্ন করার কথা বলায় দেশ জুড়ে সমালোচনার ঝড় ওঠে। বিজেপি এবং হিন্দুত্ববাদী দলগুলি গেল গেল রব তুলে আসরে নেমে পড়ে। উদয়নিধির বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের প্রধান বিচারপতিকে চিঠি দেন প্রায় আড়াইশো বিশিষ্ট ব্যক্তি। তাঁদের মধ্যে বিভিন্ন হাইকোর্টের অবসরপ্রাপ্ত ১৪ জন বিচারপতিও রয়েছেন। তাঁদের বক্তব্য, উদয়নিধির মন্তব্যে ভারতীয় নাগরিক মননে আঘাত দিয়েছে। এর জেরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হবে। দেশে হানাহানির পরিস্থিতির সৃষ্টি হবে।
গত শনিবার একটি অনুষ্ঠানে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের ছেলে উদয়নিধি বলেন, সনাতন ধর্ম ন্যায় এবং সাম্যের বিরোধী। আমরা যেমন ডেঙ্গি, ম্যালেরিয়া নিশ্চিহ্ন করার কথা বলি, তেমনি সনাতন ধর্মকেও নিশ্চিহ্ন করা দরকার। এই ধর্ম মহিলাদের ক্রীতদাস বানিয়ে রাখতে চায়। তাদের বাড়ি থেকে বেরতে দিতে চায় না।