নয়াদিল্লি: ভারতের সঙ্গে সুম্পর্ক বজায় রাখার পক্ষপাতী তালিবানরা। আফগানিস্তানের ক্ষমতা দখলের পর নয়াদিল্লিকে কার্যত হুঁশিয়ারি দিয়ে তালিবানরা জানিয়েছে, আফগানিস্তানে সেনা পাঠালে ফল মারাত্মক হতে পারে। তালিবান ইস্যুতে ভারত কী ভূমিকা নেবে তা এখনও স্পষ্ট নয়। এই পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাস ভবনে জরুরি বৈঠকে বসল ভারতের নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেট কমিটি।
আরও পড়ুন: কাবুল থেকে ভারতীয় দূতাবাসের সমস্ত কর্মীকে সরানো হয়েছে: বিদেশ মন্ত্রক
বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছাড়াও রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশ মন্ত্রী এস জয়শংকর। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও যোগ দিয়েছেন বৈঠকে। সূত্রের খবর, আফগানিস্তানে তালিবানি শাসন নিয়ে ভারতের অবস্থান কী হবে, তা চূড়ান্ত হতে পারে ৭ নম্বর লোক কল্যাণ মার্গের বৈঠকে। আফগানিস্তানে আটকে পড়া ভারতীয়দের ফেরানো নিয়েও আলোচনা হতে পারে।
PM @narendramodi chairs meeting of Cabinet Committee on Security. pic.twitter.com/QCEozPRkpy
— PB-SHABD (@PBSHABD) August 17, 2021
রবিবার আফগানিস্তানের দখল করেছে তালিবান। দেশ ছেড়ে পালিয়েছেন রাষ্ট্রপতি। বিভিন্ন দেশ ব্যক্তিগত উদ্যোগে নাগরিকদের আফগানিস্থান থেকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে। পিছিয়ে নেই ভারতও। কাবুলে আটকে থাকা ভারতীয় দূতাবাসের সমস্ত কর্মীকে দেশে ফিরিয়েছে নয়াদিল্লি। প্রায় ১৭০০ ভারতীয় দেশে ফেরার আবেদন জানিয়েছেন। তাঁদের কী ভাবে দ্রুত দেশে ফেরানো যায়, তা নিয়ে এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হতে পারে।
আরও পড়ুন: তালিবানের ছায়া পাকিস্তানে, লাহোরে চুরমার মহারাজা রঞ্জিত সিং-এর মূর্তি
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নিয়মিত দেশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মঙ্গলবার গভীর রাতে কাবুল থেকে দেশে ফিরিয়ে আনা হয় ৪৫ জন ভারতীয়কে। বুধবার বায়ুসেনার বিমানে দেশে ফেরেন আরও ১২০ জন। তবে এখন কাবুলে আটকে বহু ভারতীয়। ভারতের যে সমস্ত নাগরিক এখনও আফগানিস্তানে আটকে রয়েছেন, তাঁদের কী ভাবে দ্রুত দেশে ফেরানো যায়, তাই এখন চিন্তা নয়াদিল্লির।