নয়াদিল্লি: জি ২০ সম্মেলন প্রায় শেষ। জি ২০-র পরবর্তী সম্মেলন বসবে ব্রাজিলে। আজ, রবিবার সকালে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রনেতারা যে যে যাঁর গন্তব্যে রওনা হতে শুরু করে দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাজঘাট থেকেই ভিয়েতনামের উদ্দেশে রওনা দেন।
সম্মেলনের প্রায় অন্তিমপর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনুষ্ঠানিকভাবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার হাতে পৌরোহিত্যের দায়িত্ব তুলে দেন। লুলা বলেন, জি ২০ গোষ্ঠীকে দক্ষতার সঙ্গে নেতৃত্ব দেওয়ায় আমি মোদিকে অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে তিনি জানিয়ে দেন, আগামী বছর ব্রাজিলের রাজধানী রিও দি জেনেইরোতে অনুষ্ঠিত হতে চলা জি ২০ সম্মেলনে রাশিয়ার প্রেসিডন্ট ভ্লাদিমির পুতিনকে গ্রেফতারির কোনও সম্ভাবনা নেই। পুতিন যদি সম্মেলনে আসতে চান, তাহলে তাঁকে গ্রেফতার করা হবে না বলে আশ্বাস লুলার।
অন্য নেতারা তৃতীয় এবং অন্তিম একটি বৈঠকে মিলিত হয়েছেন ভারত মণ্ডপমে যার নাম, ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার বা এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ। এদিন সকালেই দিল্লির অক্ষরধাম মন্দিরে সস্ত্রীক পুজো দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক।
এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে একান্ত বৈঠক করবেন। এছাড়া মুখোমুখি সাক্ষাৎ করবেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও। একইভাবে মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা কোমোরো, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহি, দক্ষিণ কোরিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রাজিল এবং নাইজেরিয়ার নেতাদের সঙ্গে। উল্লেখ্য, কংগ্রেস নেতা শশী থারুর আজই এক এক্স বার্তায় জি ২০-র শেরপা অমিতাভ কান্তের ভূয়সী প্রশংসা করেন। দিল্লি ঘোষণাপত্রে সকলকে সহমত করার বিষয়ে কান্তকে প্রশংসা করে থারুর লিখেছেন, এটা ভারতের পক্ষে এক গর্বের মুহূর্ত।