২০১৪ সালের পর আবার টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতের প্রমীলা ক্রিকেট দল। সাত বছর পর! আজ , বুধবার থেকে শুরু হচ্ছে ভারত – ইংল্যান্ড টেস্ট ম্যাচ। মিতালী রাজের নেতৃত্বে এই ম্যাচটি ভারতীয় দল খেলবে ।
Wকিন্তু ম্যাচ শুরুর আগে মাথাচাড়া দিয়েছে নয়া বিতর্ক। যে উইকেটে খেলা হবে, তা নাকি তরতাজা উইকেট নয়। সেই উইকেটে টি টোয়েন্টি ব্লাস্ট ম্যাচ হয়েছে গত সপ্তাহেই। ম্যাচটায় খেলা হয়েছিল ৩৭ ওভার। ব্রিস্টল কাউন্টি মাঠের এই উইকেট নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড দুঃখ প্রকাশ করে বিজ্ঞপ্তি দিল।
বিজ্ঞপ্তিতে লেখা হল:’ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচটি এই উইকেট আয়োজন করতে হচ্ছে বলে আমরা দুঃখিত। এই উইকেটটিতে এক সপ্তাহ আগে একটি ম্যাচ হয়েছে। তাই একদম নুতন পিচে এই ম্যাচ করা যাচ্ছে না। ৩৭ ওভার খেলা হয়েছে , এই পিচে। ”
বলা হয়েছে, এপ্রিল মাসের মাঝমাঝি এই টেস্টটি খেলা চূড়ান্ত হয়। সেই সময় প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য কোনো মাঠ পাওয়া যাচ্ছিল না। এই ম্যাচে টিভি সম্প্রচার হবে। তাই আর অনেক কিছু মাথায় রেখে মাঠ বাছতে হয়। এই মাঠে এমন সমস্যা আছে জেনেই, এখানে খেলার চূড়ান্ত সিধ্যান্ত নেওয়া হয়। ভবিষ্যতে এমনটা হবে না।
আসলে আইসিসির বিভিন্ন শর্তের মধ্যে উইকেট প্রস্তুতি একটি বড় ইস্যু। তাই ইংল্যান্ড বোর্ডের এই বিজ্ঞপ্তি।
আসলে ইংল্যান্ড প্রমীলা দলের অধিনায়ক হেদার নাইট এমন দারুণ এক ম্যাচের জন্য তরতাজা উইকেট না পাওয়ার কথা সংবাদ মাধ্যমের সামনে বলতেই বিপত্তিটা মাথাচাড়া দেয়। নেতা নাইট স্পষ্ট করে বলে বসেন, ‘ আমি মনে করি এমন ম্যাচের জন্য এই পিচ সেরা নয়। আমরা নুতন পিচে খেলতে চাই। কিন্তু এবার কিছু করার নেই। ‘
নাইট এটাও স্বীকার করেছেন, তারাও এই উইকেটে না খেলে অন্য কোন পিচে খেলার চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু করা যায়নি, এত কম সময়ে।
এসবের মধ্যে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার আলেকজান্দ্রিয়া হার্টলে টুইট করে কড়া সমালোচনার পারদ চড়িয়ে দিয়েছেন। প্রায় দু’বছর পর ইংল্যান্ডে জাতীয় প্রমীলা ক্রিকেট দল টেস্ট খেলতে নামছে।
এসব বিতর্কের মধ্যে ঢুকতেই চান না ভারতীয় প্রমীলা দলের অধিনায়ক মিতালি রাজ। তিনি আর তাঁর দল নিজেদের ভাবনা আর পরিকল্পনা নিয়েই ম্যাচে খেলতে নামার প্রস্তুতি নিয়েছেন। এতদিন পর টেস্ট ম্যাচ খেলা হচ্ছে, তাতেই সকলে উজ্জীবিত।
ভারতীয় অধিনায়ক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বলে দিয়েছেন, ‘ আমরা এখানে ম্যাচ খেলতে এসেছি। যে ধরনেরই পিচ হক না কেন, তার থাকে সেরা খেলাটা খেলে যেতে চাই। এটাই আমাদের ভাবনা। উইকেট ফ্রেশ কিম্বা এক সপ্তাহ আগে সেখানে খেলা হয়েছে কিনা – এসব নিয়ে আমরা চিন্তিত নই। আমি নিজে ক্রিকেটার বা দলের অধিনায়ক হয়ে চাই, খেলার ফল যেন আমাদের পক্ষেই থাকে। তারজন্য আমাদের নিজেদের পরিকল্পনা মাফিক খেলে যাওয়া।’
এই ভারতীয় দলে বাংলার তিন ক্রিকেটার আছেন। প্রথম একাদশে অভিজ্ঞ পেসার ঝুলন গোস্বামী থাকছেই বলা যায়। বাকি আর কে কে দলে থাকেন , তাই দেখার।
ছবি:সৌ-টুইটার