প্যারিস : ফাইজারের দুটি ডোজ করোনার বিরুদ্ধে কার্যকর, দাবি করেছে ফাইজার কর্তৃপক্ষ। করোনার সঙ্গে ডেল্টা প্লাসকে রুখতেও যথেষ্ট কার্যকর এই ভ্যাকসিনের দুটি ডোজ। গবেষণায় দেখা গেছে, ফাইজারের দুটি ডোজ নেওয়ার ৬ মাস পর্যন্ত ডেল্টা প্লাসকে রোখা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ নাগরিকদের ফাইজারের দুটি ডোজ দেওয়া হয়েছিল।
দক্ষিণ ক্যালিফোর্নিয়ার প্রায় ৩ থেকে ৪ মিলিয়ন অধিবাসীদের ২০২০ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের অগস্ট মাস পর্যন্ত এই টিকা দেওয়া হয়েছে। ফলস্বরূপ দেখা গেছে তারা সকলেই সুরক্ষিত রয়েছে এবং তাদের মধ্যে আক্রান্তের হার কমেছে। ৫ মাস পর্যন্ত ডেল্টা থেকে আক্রান্তের হার ৪০ % কমে গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইল স্বাস্থ্য কর্তৃপক্ষ ফাইজারের সম্পর্কে একই তথ্য দিয়েছে।
আরও পড়ুন : ভ্যাকসিনের বদলে নুনজল পেলেন ৯,০০০ জার্মান
ফাইজার কর্তৃপক্ষ বিভিন্ন রকম তথ্য অনুসন্ধানের পরে জানিয়েছে, পুরোপুরি সুরক্ষার জন্য বুস্টার ডোজের প্রয়োজন হতে পারে। অগস্ট মাসে মার্কিন যুক্তরাষ্ট্র দুর্বল ইমিউনিটি লোকজনদের জন্য এই অতিরিক্ত বুস্টার ডোজের অনুমোদন দেওয়া হয়। ফ্রান্সেও বয়স্কদের জন্য এই বুস্টার ডোজের ব্যবস্থা করা হয়েছে। এরই মধ্যে ইসরাইল তাঁদের দেশের ১২ বছর বা তার বেশি বয়সী শিশুদের তৃতীয় ডোজ দেওয়ার প্রস্তাব দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত সেপ্টেম্বরে তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে যে, বর্তমানে যে টিকাগুলি কোভিড মোকাবিলার জন্য দেওয়া হচ্ছে, তা যথেষ্ট কার্যকর এবং আরও বেশি সুরক্ষার জন্য তৃতীয় ডোজ নেওয়ার কথা জানায় তারা। কেবলমাত্র ধনী দেশগুলোর মধ্যে ভ্যাকসিন বন্টন না করে ধনী-দরিদ্র সব দেশের মধ্যে সমানভাবে টিকার বিতরণ করার নির্দেশ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।