নয়াদিল্লি: রবিবার পেট্রোল পাম্পে তেল কিনতে গিয়ে ফের মাথায় হাত মধ্যবিত্তের৷ আবারও বেড়েছে জ্বালানির দাম৷ এদিন পেট্রোল ও ডিজেলে লিটার পিছু যথাক্রমে ৫০ পয়সা এবং ৫৫ পয়সা দাম বাড়িয়েছে তেল কোম্পানিগুলি৷ গত ছ’দিনে পাঁচবার দাম বাড়ল তেলের৷ গাড়ি মালিকরা জানিয়েছেন, এই কয়েকদিনে লিটারপিছু তেলে প্রায় ৪ টাকার কাছাকাছি দাম বেড়েছে৷
দেখে নেওয়া যাক কোন শহরে আজ কত দাম বেড়েছে তেলের
শহর পেট্রোল ডিজেল
দিল্লি ৯৯ টাকা ১১ পয়সা ৯০ টাকা ৪২ পয়সা
মুম্বই ১১৩ টাকা ৮৮ পয়সা ৯৮ টাকা ১৩ পয়সা
কলকাতা ১০৮ টাকা ৫৯ পয়সা ৯৩ টাকা ৫৭ পয়সা
চেন্নাই ১০৪ টাকা ৯০ পয়সা ৯৫ টাকা
উপরের রেট চার্টই বলে দিচ্ছে, দিল্লিতে পেট্রোলের দাম ১০০ ছুঁইছুঁই৷ বাকি তিন শহরে পেট্রোলের দাম অনেক আগেই ১০০ ছাড়িয়েছে৷ অন্যদিকে মুম্বইতে ডিজেল সেঞ্চুরি হাঁকাতে চলেছে৷ লাগাতার জ্বালানির দামবৃদ্ধির জন্য তেল কোম্পানিগুলি আন্তর্জাতিক বাজারের পরিস্থিতিকেই দায়ী করেছে৷ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু অনেকটাই বেড়েছে৷ তাই দাম বাড়াতে বাধ্য হচ্ছে তারা৷
এর আগে শেষ নভেম্বরে তেলের দাম বাড়িয়েছিল কোম্পানিগুলি৷ সাড়ে চার মাস দাম অপরিবর্তিত থাকার পর গত ২২ মার্চ থেকে ফের চড়তে শুরু করে পেট্রোল ও ডিজেলের দাম৷ মুডি’স ইনভেস্টর সার্ভিস জানিয়েছে, ওই সাড়ে চার মাস জ্বালানির দাম না বাড়ায় তেল কোম্পানিগুলির ২.২৫ বিলিয়ন ডলার আনুমানিক ১৯ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে৷ বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেল পিছু ১০০-১২০ ডলার বেড়েছে৷ কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটির মতে, এখনই ভারতে ডিজেলের দাম ১৩.১-২৪.৯ এবং পেট্রোলের দাম ১০.৬-২২.৩ টাকা বাড়ানো উচিত৷
আরও পড়ুন: Earth Hour Day2022: জানেন কি কেন বিশ্বজুড়ে পালন করা হয় এই আর্থ আওয়ার ডে?