কলকাতা : কেন্দ্রীয় সরকারের চক্রান্ত এবং বিজেপির কুৎসার ফের একবার জবাব মিলল ৷ গত দেড় বছর ধরে দেশের আর পাঁচটা রাজ্য যখন আর্থিক দিকে নানা ভাবে ধুঁকছে, তখনই দেশের শীর্ষ ব্যাঙ্ক জানিয়েদিল, মাথা পিছু আয় বৃদ্ধিতে দেশের মধ্যে এক নম্বর স্থানে বাংলা ৷ প্রসঙ্গত, দিন কয়েক আগেই সামনে এসেছিল করোনা-লকডাউনের বাজারে জিডিপির অভাবনীয় সাফল্যের কথা ৷
আজ, শুক্রবার রিজার্ভ ব্যাঙ্কের (Reserve Bank) দেওয়া তথ্য তুলে ধরে এমনটাই দাবি করেছেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র (Amit Mitra)। অমিত মিত্র টুইটারে জানিয়েছেন, ‘মাথা পিছু আয় বৃদ্ধিতে দেশের মধ্যে সেরা নির্বাচিত হয়েছে বাংলা । ২০২০-২১ অর্থবর্ষে বাংলার মাথা পিছু আয় বৃদ্ধি (Per Capita Income) হয়েছে ৭.১৬ শতাংশ । যেখানে গোটা দেশের গড় মাথা পিছু আয় ৩.৯৯ শতাংশ হ্রাস পেয়েছে ।”
W.Bengal ranked No 1 State by RBI on Net PerCapita Income Growth in 2020-21. Bravo ! WB’s growth + 7.16% while India average – 3.99. Flying colours for @MamataOfficial & contrasting incompetence of @narendramodi
— Dr Amit Mitra (@DrAmitMitra) October 1, 2021
এর পরই অর্থমন্ত্রীর লেখেন, এই তথ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্পষ্ট আর্থিক নীতির সাফল্য এবং নরেন্দ্র মোদির ব্যর্থতাকে প্রমাণিত করছে।
অর্থমন্ত্রীর এই টুইটি রিটুইট করেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন ৷ তিনি লেখেন, এই তথ্য অন্য রাজ্যের কাছে দৃষ্টান্ত স্বরূপ ৷