দুর্গাপুর: দুর্গাপুর (Durgapur) ইস্পাত কারখানা লাগোয়া বস্তিগুলির উচ্ছেদ নিয়ে অনেক দিন ধরেই শিল্পনগরী দুর্গাপুর উত্তপ্ত। স্থানীয় বাসিন্দারা এই উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করছেন। তৃণমূল (TMC), এমনকী বিজেপি (BJP)ও এই উচ্ছেদ বিরোধী আন্দোলনে স্থানীয় মানুষের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার এলাকা পাঁচিল দিয়ে ঘিরে ফেলার উদ্বোধনী কর্মসূচিকে কেন্দ্র করে তুলকালাম ঘটে। হাজার কয়েক বাসিন্দা বিক্ষোভ দেখান। সিআইএসএফের সঙ্গে তাঁদের বচসা এবং ধস্তাধস্তি হয়। কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বেপরোয়া লাঠিচার্জের অভিযোগ ওঠে। অনেকে জখমও হন। মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে ডিএসপি এবং সিআইএসএফ। বিক্ষোভের জেরে ওই কর্মসূচি কার্যত ভেস্তে যায়। জনতা দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে।
স্থানীয় সূত্রের খবর, এদিন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের (ডিএসপি) পাঁচিল ঘেরার কাজের সূচনা করতে এসে বিপাকে পড়ে ডিএসপি কর্তৃপক্ষ। ডিএসপি’র জমিতে বসবাসকারী কয়েক হাজার স্থানীয় বাসিন্দা ডিএসপি’র নতুন পাঁচিল ঘেরার কাজ বন্ধ করে দেন। ঘটনাকে কেন্দ্র করে ডিএসপি’র সিআইএসএফ ও এলাকাবাসীর মধ্যে প্রথমে বচসা হয়। পরে শুরু হয় ধস্তাধস্তি। সিআইএসএফের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ওঠে।
আরও পড়ুন:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গঠিত হল নয়া অ্যান্টি ব়্যাগিং কমিটি
স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা এই উচ্ছেদের বিরুদ্ধে। আলাপ আলোচনার মাধ্যমে আমরা এই সমস্যার সমাধান চাই। কিন্তু ডিএসপি জোর করে উচ্ছেদ করতে চাইছে। পুলিশ আর সিআইএসএফ নিয়ে এসে পাঁচিল পুজো করা হচ্ছে। বাধা দিতে গেলে সিআইএসএফ বেপরোয়া লাঠি চালায়। তারা মহিলাদের গায়েও হাত দিয়েছে।