নয়াদিল্লি: দ্য ওয়ার নিউজ পোর্টালের চাঞ্চল্যকর রিপোর্ট৷ রাহুল গান্ধী, প্রশান্ত কিশোর, অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ একাধিক নেতার ফোনে আড়ি পাতার অভিযোগ৷ তালিকায় দশ ভারতীয়ের নাম রয়েছে৷ তাঁদের নম্বর অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবে পরীক্ষা করা হয়৷ সেই পরীক্ষার রিপোর্টে নেতা, মন্ত্রী থেকে শুরু করে সাংবাদিক, শিল্পপতি, সমাজকর্মী, বিচারপতিদের ফোন হ্যাক করার প্রমাণ মিলেছে৷
আরও পড়ুন: পেগাসাসকে হাতিয়ার করে রাহুল গান্ধীর ফোনেও আড়ি পাতার অভিযোগ
রবিরার সন্ধের পরে ৪০ জনেরও বেশি ভারতীয় সাংবাদিকের ফোন হ্যাক করার অভিযাগ ওঠে। ওই সমস্ত সাংবাদিকের ফোন হ্যাক করে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালাচ্ছিল নরেন্দ্র মোদি সরকার। ফরেনসিক টেস্টে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করা হয়৷
আরও পড়ুন: অমিতের ডেপুটি বাংলাদেশি, নাম না করে নিশীথ প্রামাণিককে আক্রমণ তৃণমূলের
প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, ওই তালিকায় রয়েছেন ভারতের বিশিষ্ট সাংবাদিকেরা যারা দেশের বড় বড় মিডিয়া হাউজের সঙ্গে জড়িত রয়েছেন। ইন্ডিয়া টুডে নেটওয়ার্ক 18 দ্য হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস, এবং হিন্দুস্তান টাইমসের এক্সিকিউটিভ এডিটর শিশির গুপ্তার মতন বিশিষ্ট সাংবাদিকেরা রয়েছেন এই তালিকায়।
আরও পড়ুন: পেগাসাস স্পাইওয়্যার কী? কীভাবে ফোনে আড়ি পাতা হয়?