নয়াদিল্লি: ‘দ্য ওয়ার’ নিউজ পোর্টালে রবিবার ৪০ জন সাংবাদিক, ২ মন্ত্রী, ৩ বিরোধী দল নেতা, শিল্পপতি, সুপ্রিম কোর্টের বিচারপতির ফোনে আড়ি পাতার তথ্য সামনে এনে ছিল৷ সেই তথ্যের ভিত্তিতে সোমবার ‘দ্য ওয়ার’ নিউজ পোর্টালের বিস্ফোরক দাবি, রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা এবং প্রশান্ত কিশোরের মতো ভোট কুশলী, তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, প্রাক্তন কেন্দ্রীয় নির্বাচনী আধিকারিক অশোক লাভাসাদের নম্বর পেগাসাস কেলেঙ্কারিতে ধরা পড়েছে৷ এখনও পর্যন্ত ৩৭ জনের মধ্যে দশজন ভারতীয়ের নম্বরে নজরদারি চালানোর চাঞ্চল্যকর তথ্য প্রমাণ পাওয়া গেছে৷
আরও পড়ুন: পেগাসাস কেলেঙ্কারিতে এবার কংগ্রেসের নিশানায় মোদি
২০১৯ লোকসভা ভোটের আগে-পরে দশটি ভারতীয় মোবাইল নম্বরে যে নজরদারি হয়, তার তথ্য সামনে নিয়ে আসে ‘ দ্য ওয়ার’, ‘দ্য গার্ডিনিয়ান’ ‘ওয়াশিংটন পোস্ট’-এর মতো একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম৷ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সিকিউরিটি ল্যাবে পরীক্ষায় দেখা গিয়েছে যে, ওই ৩৭ নম্বর থেকে কাকে ফোন, টেক্সট, হোয়াটঅ্যাপ করা হয়েছে তার তথ্য হাতিয়েছিল সরকার৷ যদিও কেন্দ্রীয় সরকার বিবৃতি জারি করে তথ্য হাতানোর অভিযোগ অস্বীকার করেছে৷
আরও পড়ুন: পেগাসাস স্পাইওয়্যার কী? কীভাবে ফোনে আড়ি পাতা হয়?
রবিরার সন্ধের পরে ৪০ জনেরও বেশি ভারতীয় সাংবাদিকের ফোন হ্যাক করার অভিযাগ ওঠে। ওই সমস্ত সাংবাদিকের ফোন হ্যাক করে পেগাসাস স্পাইওয়্যারের মাধ্যমে নজরদারি চালাচ্ছিল নরেন্দ্র মোদি সরকার। ফরেনসিক টেস্টে এমনই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পেয়েছে বলে অভিযোগ করা হয়৷
আরও পড়ুন: অমিতের ডেপুটি বাংলাদেশি, নাম না করে নিশীথ প্রামাণিককে আক্রমণ তৃণমূলের
প্রকাশিত তথ্যে জানা গিয়েছে, ওই তালিকায় রয়েছেন ভারতের বিশিষ্ট সাংবাদিকেরা যারা দেশের বড় বড় মিডিয়া হাউজের সঙ্গে জড়িত রয়েছেন। ইন্ডিয়া টুডে নেটওয়ার্ক 18 দ্য হিন্দু ইন্ডিয়ান এক্সপ্রেস, এবং হিন্দুস্তান টাইমসের এক্সিকিউটিভ এডিটর শিশির গুপ্তার মতন বিশিষ্ট সাংবাদিকেরা রয়েছেন এই তালিকায়।