ন্যাশভিল: বিমানে চড়ার ক্ষেত্রে অনেকেরই একটু-আধটু ভয় রয়েছে। বিশেষ করে বিমান টেক অফ (Take Off) অর্থাৎ উড়ানের সময় এবং ল্যান্ডিং (Landing) অর্থাৎ অবতরণের ক্ষেত্রে। আবহাওয়া খারাপ (Bad Weather) থাকলে মাঝ আকাশে যখন প্লেন টার্বুলেন্সের (Turbulence) কারণে ঝাঁকুনি খায়, সেক্ষেত্রেই সকলেরই ভয় ধরার কথা। কারণ, তখন একটাই কথা মাথায় ঘোরাফেরা করে, ভালোয় ভালোয় বিমানবন্দরে নামতে পারলে হয়। কেন না প্রাণের ভয় কম-বেশি প্রায় সকলেরই থাকে। এসব তো গেল প্লেনে চড়ার কমন (Common) সব ভয়ের কথা। কিন্তু সম্প্রতি এক বিমানযাত্রীর এমন অভিজ্ঞতা হয়েছে, যা সত্যিই ভয় ধরিয়ে দেওয়ার মতো ঘটনা। যে কোনও যাত্রীই বিমানে বসে তা প্রত্যক্ষ করলে, মনে মনে প্রার্থনা (Pray) করবেন যেন ঠিকমতো যাতে গন্তব্যস্থলে (Destination) পৌঁছাতে পারেন। ওই বিমানযাত্রী সেই ঘটনাটির ভিডিয়ো (Video) করেছেন এবং তিনি তা শেয়ারও (Share) করেছেন।
আরও পড়ুন: Mr And Mrs Mahi | Rajkumar Rao | Janhavi Kapoor | রাজকুমার-জাহ্নবীর প্যাক আপ
উড়ানের আগে বিমানের ডানায় টেপ, ভিডিয়ো ভাইরাল
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির (Tennessee, USA) ন্যাশভিল আন্তর্জাতিক বিমামবন্দরে (Nashville International Airport)। যিনি ভিডিয়োটি করেছেন, তিনি একজন টিকটকার (TikToker), অ্যালাবামায় (Alabama) থাকেন। আমেরিকার ফ্লোরিডার (Florida) বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্সের (Nashville International Airport) বিমানে উঠেছিলেন ওই যাত্রী। এখানে উল্লেখ্য, স্পিরিট এয়ারলাইন্স সস্তায় বিমান পরিষেবা দিয়ে থাকে। সেই কারণে নামটি শুনে অনেকেরই চোখ কপালে উঠেছে।
মাইক্রো-ব্লগিং ওয়েবসাইট টুইটারে (Micro-blogging Website Twitter) ওই টিকটকার ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, স্পিরিট এয়ারলাইন্সের এক কর্মী বিমান টেক অফ করার আগে বিমাটির ডানায় রুপোলি রঙয়ের টেপ (Silver Colored Tape) লাগাচ্ছেন। উইন্ডো সিটে বসে থাকা ওই টিকটকার গোটা ঘটনাটির ভিডিয়ো করেছেন। সেখানে তিনি লিখেছেন, স্পিরিট এয়ারলাইন্সের টেকনিশিয়ান (Technicians) বিমানের ডানায় টেপ লাগাচ্ছেন। তাঁরা আশা, বিমানটিকে ওই টেপ একত্রিত রাখবে।
টুইটারে ভাইরাল হওয়া সেই ভিডিয়োটি দেখুন –
Spirit Airlines repair technician caught taping the plane wings before takeoff…because I’m sure a little tape will hold the plane together. pic.twitter.com/H8axbcizKC
— ZeroHedge (@govttrader) April 26, 2023
ওই ভিডিয়োটি দেখার পর সংশ্লিষ্ট টুইটের থ্রেডে (Twitter Thread) একজন লিখেছেন, “আমি জানি না, ওটা বিমানে ব্যবহারযোগ্য টেপ, নাকি অন্য কিছু, কিন্তু বিষয় হলো, তা যখন করা হচ্ছে, যাত্রীদের সামনে তা যেন না করা হয়।”
টুইটারে ভাইরাল হওয়া ওই ভিডিয়োটি দেখার পর অনেকেই তাঁদের মতামত প্রকাশ করেছেন। কেউ কেউ এটাও বলেছেন, তাঁরা আর স্পিরিট এয়ারলাইন্সের বিমানে ওঠেন না। আবার এমনও অনেকে আছেন, যাঁরা জানিয়েছেন, ওটা আসলে কোনও সাধারণ ডাক্ট টেপ (Duct Tape) নয়। ওই ধরনের ডাক্ট টেপ বিমানেই ব্যবহার করা হয়। এই ধরনেক টেপকে স্পিড টেপ বলা হয়। অ্যালুমিনিয়াম-বেসড স্পিড টেপ (Aluminium-Based Speed Tape) বিমানের সাময়িক মেরামতির কাজেই ব্যবহার হয়।