নয়াদিল্লি: সংসদদের বাদল অধিবেশনের (Parliament Monsoon Session 2023) দিন ঘোষণা করল মোদি সরকার (Narendra Modi Govt)। সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই। চলবে ১১ আগস্ট পর্যন্ত। সংসদীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী টুইট করে জানিয়েছেন। ২৩ দিনের অধিবেশন পর্বে ১৭ দিন কাজ হবে বলে জানিয়েছেন সংসদীয় মন্ত্রী। সংসদীয় মন্ত্রক সূত্রের খবর, সংসদের পুরনো ভবনে শুরু হবে বাদল অধিবেশন। সমাপ্তি হবে সংসদের নতুন ভবনে।
সমস্ত দলের কাছে তিনি আবেদন করে তিনি বলেন, সব দলের সাংসদরা ভালো ভাবে সহযোগিতা করবেন যাতে সংসদ ভবন বালো ভাবে এগিয়ে নিয়ে যাওয়া এবারের বাদল অধিবেশনে বিরোধীদের হাতে একগুচ্ছ ইস্যু রয়েছে। মনিপুরে অশান্তি, কুস্তিগীরের ওপর যৌন হেনস্থা, কো উইন অ্যাপের তথ্য ফাঁসের মত ঘটনা। এই ইস্যুকে হাতিয়ার করেই সংসদে ঝড় তুলবেন বিরোধীরা। এবারের বাদল অধিবেশনে একাধিক বিল পেশ করতে চলেছে মোদি সরকার। তার মধ্যে অন্যতম অভিন্ন দেওয়ানি বিধি বিল। সোমবার বিষয়টি নিয়ে আলোচনার জন্য সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন কমিটির চেয়ারম্যান সুশীল মোদি।
অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে তাৎপর্যপূর্ণ টুইট করেছেন বিজেপি নেতা কপিল মিশ্র। শুক্রবার টুইটে লেখেন, ৫ অগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার হয়েছিল। ৫ অগস্ট রামমন্দিরের শিলান্যাস হয়েছিল। আর আগামী ৫ অগস্ট অভিন্ন দেওয়ানি বিধি আসতে চলেছে।শুধু বিজেপি সহযোগী দলগুলি সহ বিরোধী শিবিরের শিবসেনা উদ্ধব বালাসাহেব ঠাকরে এবং আম আদমি পার্টিও ইতিমধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি বিল সমর্থন দিয়েছেন। এই পরিস্থিতিতে বিল পাশ করতে লোকসভা এবং রাজ্যসভায় কেন্দ্রীয় সরকার বেগ পেতে হবে না বলেই রাজনৈতিক পর্যবেক্ষকরা। যদিও কংগ্রেস, তৃণমূল, বাম-সহ বিরোধীরা বিজেপির একদা সহযোগী শিরোমণি অকালি দল অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছে।
বুধবার নিজের বাসভবনে বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, সেই বৈঠকে লতি বছরের শেষের দিকে মধ্যপ্রদেশ, রাজস্থান, তেলঙ্গানা, মিজোরাম এবং ছত্তীসগঢ় এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন৷ সেই নির্বাচনে বিজেপির রুটম্যাচ কী হতে চলেছে সেই নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে। অন্যদিকে লোকসভা ভোটের আগে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে এক প্রকার মরিয়ে সরকার। পাশাপাশি, অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রসঙ্গেও জোর দিয়েছেন মোদি৷ সূত্রের খবর, ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী সভার রদবদল নিয়েও আলোচনা হয়েছে।