কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election 2023) আর মাত্র দুদিন বাকি তারমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলায় অশান্তি, শাসক-বিরোধী গোষ্ঠীদ্বন্দ্ব, বোমাবাজি অব্যাহত। বুধবার সাত সকালে শীতলকুচির লালবাজার এলাকায় নির্দল প্রার্থীর বাড়িতে হামলা এবং বোমাবাজির অভিযোগ। আহত নির্দল প্রার্থী, ঘটনায় উত্তপ্ত গোটা এলাকা। শাসকদলের দুই গোষ্ঠীর লড়াইয়ে বাসন্তীতে ব্যাপক বোমাবাজি। এদিকে তালদি ও নন্দীগ্রাম থেকে উদ্ধার হল ব্যাগ ভরতি বোমা (Bomb)। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ভোটের দিনক্ষণ ঘোষণা করার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনবরত অশান্তির খবর প্রকাশ্যে আসছে। বারবার খবরের শিরোনামে উঠে এসেছে ক্যানিং (Canning), ভাঙড় (Bhandar), বাসন্তী (Basanti), দিনহাটা, চোপড়া, জোমকল। রাজনৈতিক হিংসায় ইতিমধ্যেই ১৫ জনের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে শাসকদলের ২ গোষ্ঠীর সংঘর্ষের ঘটনা ঘটে। ব্যাপক বোমাবাজি হয়। বুধবার সকালেও থমথমে বাসন্তী।
মঙ্গলবার রাতে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম (Nandigram) বিধানসভার নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুরের বনশ্রীতে মিলেছে এক ব্যাগ তাজা বোমা। অভিযোগ, শুভাশিস জানা-সহ ২ তৃণমূল কর্মী ওই বোমা এলাকায় ঢোকাচ্ছিল। এলাকার বাসিন্দারা তাদের ধরে ফেলে। প্রচার সেরে দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার সময় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠল বাম-কংগ্রেস জোটের প্রার্থীর বিরুদ্ধে। শুধু মারধররের অভিযোগই নয়, প্রচারে বের হলে হাত-পা ভেঙে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ঘটনাটি বীরভূমের নলহাটি এক নম্বর ব্লকের মধুরা গ্রামে। বিষয়টি জানিয়ে নলহাটি থানায় জোট প্রার্থী সহ পাঁচ জনের নামে লিখিত অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী কদম রসুল।
আরও পড়ুন: Panchayat Elections 2023 | মুর্শিদাবাদে সিপিএমের তিন প্রার্থীর তৃণমূলে যোগ, অপহরণের অভিযোগ বামেদের
বুধবার সকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় ক্যানিংয়ের তালদির রেল লাইনের পাশে মিলল তাজা ব্যাগ ভর্তি বোমা। ঘটনাস্থলে রেল পুলিশ। এত বোম কোথা থেকে এল তা জানতে তদন্তে ক্যানিং থানার পুলিশ। ইতিমধ্যে সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে নির্দল প্রার্থীর বাড়িতে হামলা এবং বোমাবাজির অভিযোগ ঘটনায় উত্তপ্ত শীতলকুচির লালবাজার এলাকা। নির্দল প্রার্থীর অভিযোগ আজ ভোরবেলা আচমকাই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাড়িতে প্রবেশ করে হামলা হুমকি এবং বোমাবাজির ঘটনা ঘটায়।