কলকাতা: পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। মামলা করতে চেয়ে আবেদন। আবেদন গ্রহণ করে আদালত জানায়, বেলা ১২টায় শুনানি হবে। প্রধান বিচারপতি টি এস শিভগননম রাজ্যের অ্যাডভোকেট জেনারাল এবং রাজ্য নির্বাচন কমিশনকে নোটিস দিতে বলেন অধীরের আইনজীবীকে।
অধীরের আবেদন ছিল, নির্বাচন কমিশন, রাজ্য সরকার এবং পুলিশের যোগসাজসে ভোট প্রহসনের তদন্ত সিবিআইয়ের মতো কোনও সংস্থাকে দিয়ে আদালতের তত্ত্বাবধানে করা হোক। প্রতিটি গণনাকেন্দ্রের নিরাপত্তা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। ভোটে হতাহতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
আরও পড়ুন: CV Ananda Bose| Amit Shah | সোমবার সন্ধ্যায় শাহের সঙ্গে বৈঠক রাজ্যপালের
আদালতের নির্দেশ, আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করতে হবে সরকারকে। মৃতদেহের ময়নাতদন্ত ও ভিডিওগ্রফি করে পরিবারের হাতে দেহগুলি তুলে দিতে হবে। শেষকৃত্যের ব্যাপারে সরকারকে সাহায্য করতে হবে। একই সঙ্গে উপযুক্ত ক্ষতিপূরণের বিষয়টি সরকারকে বিবেচনা করতে হবে। এই বিষয় মঙ্গলবারই রাজ্য সরকারকে আদালতে রিপোর্ট পেশ করতে হবে। অধীরের মামলার পরবর্তী শুনানি বুধবার।