কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে ২০২১ এর বিধানসভা নির্বাচনের সময় নওশাদ সিদ্দিকী (Nawsad Siddique) ও কৈলাশ বিজয়বর্গীয় ও নিত্যানন্দ রাইয়ের কথোপকথন প্রকাশ্যে এনে আইএসএফ (ISF) ও বিজেপি আঁতাঁতের অভিযোগ তৃণমূলের (TMC)। শনিবার কালীঘাটে মেগা সাংগঠনিক বৈঠকের ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত পঞ্চায়েত নির্বাচন স্ট্র্যাটেজি, দলের অন্তদ্বন্দ্ব সামলায় দেওয়া এছাড়াও কী ভাবে বিরোধীদের রোখা যাবে, এই সব বিষয়েই আলোচনায় উঠে এসেছে। এর পরই সাংবাদিক বৈঠক করেন রাজ্যের দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দি রায় ,মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, এবং দলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। সেখানে আইএসএফ, বিজেপি, সিপিএম এবং কংগ্রেসকে একযোগে নিশানা করেন।
বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে দলের তরফে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) জানান, বিজেপি, কংগ্রেস, সিপিএম, আইএসএফ জোট করেছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপির সঙ্গে আইএসএফ হাত মিলিয়ে একটা অশুভ আঁতাঁত তৈরি হয়েছে, তৃণমূলকে বিপাকে ফেলার জন্য। পঞ্চায়েত ভোটে এই চার দলের জোটকে মানুষ হারাবে এবং তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবে।
আরও পড়ুন: Panchayat Election 2023 | TMC | বিক্ষুব্ধ নির্দলদের দলে ঠাঁই নয়, হুঁশিয়ারি তৃণমূলের
কল্যানের পাশে বসে দলের রাজ্য মুখপাত্র কুণাল ঘোষ বলেন, আইএসএফ বিজেপির হাতে পুতুল হিসেবে কাজ করছে। কংগ্রস আর সিপিএম আইএসএফের মাধ্যমে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে কুণাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি হোয়্যাটসঅ্যাপ কথোপকথনের তুলে ধরেন, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে নওশাদ সিদ্দিকী এবং বিজেপির কৈলাস বিজয়বর্গীয়র মধ্যে ওই কথোপকথন হয় বলে জানান কুণাল। তাঁর দাবি, বিধানসভা নির্বাচনের আগে কৈলাসের সঙ্গে সাক্ষাৎ করতে সময় চান সিদ্দিকী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইকেও চিঠি লেখেন। তাতে কোন কোন অফিসারকে কোথায় বদলি করতে হবে, তার সুপারিশ করেন নওশাদ। আব্বাস সিদ্দিকীর এক পুরনো ভিডিও তুলে ধরেন সংবাদমাধ্যমের সমানে। তাতে আব্বাস সিদ্দিকীকে বলতে শোনা গিয়েছে, আমরা যারা বিজেপিকে পছন্দ করি, তারা তৃণমূলকে ভোট দিয়ে কী হবে। এরপরই কুণাল আইএসএফ ও বিজেপির তলে তলে সব সেটিং রয়েছে বলে দাবি করেন। ভোট কাটার খেলা খেলছেন। কিছু মানুষকে ভুল বোঝাচ্ছেন।
কুণালের দেখানও কথোপকথনকে মিথ্যে বলে দাবি করেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেন, মন জানে পাপ আর মা জানে বাপ। এটাকে আমি গুরুত্ব দিচ্ছি না, কারণ পঞ্চায়েত নির্বাচন থেকে আমাকে সরানোর জন্য এসব করা হচ্ছে। আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে। কুৎসা ছড়াচ্ছে। আমাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে মানসিকভাবে সরিয়ে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছে।