পুরুলিয়া: পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election2023) দিনে দুপুর পর্যন্ত নির্বিঘ্নে চলে ভোট প্রক্রিয়া। তারপরই পুরুলিয়া (Purulia) ১নম্বর ব্লকের গাড়াফুসড়ো গ্রামের বুথে হামলা চালায় দুষ্কৃতীরা। ব্যালট (Ballot) ছিঁড়ে ফেলা হয়। এমনকি ব্যালট বাক্সে জল দেওয়ার মতো ঘটনাও ঘটে। মারধর করা হয় ভোট কর্মীদের। এরপরেই বন্ধ যায় ভোটগ্রহণ। সোমবার সেই বুথেই কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে পুনর্নির্বাচন শুরু হয়।
আদিবাসী কুড়মি সমাজের মূখ্য উপদেষ্টা অজিত মাহাত বলেন, এই গ্রামে নির্দল প্রার্থীর সমর্থনে ভোট পড়ছে বুঝতে পেরেই তৃণমূলের দুষ্কৃতীরা এসে প্রথমে বুথের বাইরে ঝামেলা শুরু করে। তারপর বুথের ভেতরে এসে ব্যালট বক্সে জল ঢেলে দেয়। এমনকি ব্যালটও ছিঁড়ে ফেলা হয়। তিনি আরও বলেন, শান্তিরাম মাহাতর বাড়ির লোকজন নির্দল প্রার্থীকে ভোট দিচ্ছে তাই সে নির্দল প্রার্থীকে গ্রেফতার করিয়েছে।
আরও পড়ুন:Adhir Chowdhury | পঞ্চায়েত ভোট নিয়ে হাইকোর্টে অধীর
তৃনমূল কংগ্রেসের রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী শান্তিরাম মাহাতো বলেন, বিরোধীরা মিলে পরিকল্পনা করেই এই ঘটনা ঘটিয়েছে। এখানে পরম্পরা আছে। আগে কখনও এরকম বিশৃঙ্খলা হয়নি। ব্যালট বক্সে জল ঢোকানোর ঘটনা আগে ছিল না। নির্বাচন কমিশন যেটা ভালো বুঝেছে সেটাই করেছে। আজকে শান্তিপূর্ন ভাবে ভোট হচ্ছে। নিজের ভোট নিজেই দিচ্ছে। এখানে প্রভাব খাটানোর কোনও ব্যাপার নেই। আজ ভোট হচ্ছে দেখা যাবে ফল কি হয়।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দিকে দিকে নানা জায়গায় অশান্তির ছবি সামনে এসেছে এ বাংলায়। কোথাও দেদার ছাপ্পা, কোথাও ব্যালট বাক্সে ঢেলে দেওয়া হয়েছে জল, কোথাও আবার ব্যালট বাক্স ভাসতে দেখা গেছে পুকুরে। ব্যালট জ্বালিয়ে দেওয়ার ছবিও সামনে এসেছে। কোথাও আবার ব্যালট বাক্স নিয়ে ছুটে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। বুথের মধ্যে বোমাবাজির ঘটনাও সামনে এসেছে। ভোট দিতে এসে ভোটারের মৃত্যুও হয়েছে। এর জেরে শনিবার অর্থাৎ ৮ জুলাই, অনেক বুথেই ভোটগ্রহণ হয়নি। এরপরই ওই সমস্ত বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছিল বিরোধীরা। এই প্রেক্ষাপটেই সোমবার অর্থাৎ ১০ জুলাই কিছু বুথে পুনর্নির্বাচনের কথা ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। রাজ্যের মোট ৬৯৬টি বুথে ভোটগ্রহণ চলছে। প্রতিটি বুথেই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।