কলকাতা: ২০২১ এর ১৯ জুলাই। আজ ১৫ মে ২০২২।মাঝে ৯ মাস ২৬ দিনের সম্পর্ক। এরই মাঝে গভীরতা। প্রেম। সোশাল মিডিয়ায় মনের মানুষের সঙ্গে পোস্টের ঘনঘটা। লিভ-ইন সম্পর্কে ছিলেন ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকের অভিনেত্রী পল্লবী দে (Pallabi Dey)। অন্তত তাঁর ফেসবুক পোস্ট থেকে এমনটাই জানা যাচ্ছে। সেই স্টেটাসে অনেকে অভিনন্দনও জানিয়েছিলেন। রবিবার গড়ফার ফ্ল্যাট থেকে বছর ২৫-এর উঠতি অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও অভিনেত্রীর ঘর থেকে কোনও সুইসাইড নোট উদ্ধার করতে পারেনি পুলিস। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল রাত অর্থাৎ শনিবার রাতে তাঁর লিভ ইন পার্টনার প্রেমিক সাগ্নিক চক্রবর্তীর সঙ্গে ঝামেলা হয় পল্লবীর।কথাকাটাকাটিও চলে বেশ খানিকক্ষণ। তার জেরেই কী এই সিদ্ধান্ত? মুহূর্তের আবেগ। নাকি রঙিন দুনিয়ার হাতছাড়া সুযোগ? কী কারণ? টলি অভিনেত্রীর মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য।
সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় ছিলেন ‘মন মানে না’ ধারাবাহিকের এই অভিনেত্রী। খাওয়া-ঘোরা, ভালো লাগা, মন্দ লাগা সবটাই প্রকাশ পেত অভিনেত্রীর সোশাল সাইটে।বাদ যেত না প্রেমিকের সঙ্গে সেসব সেরা মুহূর্তরা।তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতেও ১৯ ঘণ্টা আগে পোস্ট রয়েছে হাতে মোমোর প্লেট নিয়ে দক্ষিণ কলকাতার পরিচিত পাটুলির ফ্লোটিং মার্কেটে। রয়েছে ১২ ঘণ্টা আগে দু’বছর আগের তাঁর কাছের দুই বন্ধু ভাবনা বন্দ্যোপাধ্যায় এবং প্রত্যুষা পালের সঙ্গে ছবিও। অনেকেরই মত, স্বাভাবিকভাবে মুহূর্তদের সোশালে পোস্ট করার পর কীভাবে এই অস্বাভাবিক কাজ করলেন অভিনেত্রী? কয়েক ঘণ্টার মধ্যে কী এমন ঘটল অভিনেত্রীর সঙ্গে?
পুলিশ সূত্রে খবর, গত দেড় মাস ধরে এক সঙ্গীর সঙ্গে গড়ফা এলাকায় থাকতেন পল্লবী। আগে থাকতেন হাওড়ায়। রবিবার সকালে সিগারেট খেতে এসে বাইরে গিয়েছিলেন পল্লবীর সঙ্গী।তার পর ফিরে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান।পল্লবীর শরীর খারাপ বলে অভিনেত্রীর বাড়ির লোককে ফোন করেন সাগ্নিক। এর পরই পুলিশে খবর দেন তিনি। অভিনেত্রীর পরিবারের লোকেরা এখনও পর্যন্ত তাঁর প্রেমিকের বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেননি। পল্লবীর ময়নাতদন্তের অপেক্ষায় সকলেই।
আরও পড়ুন Telly Actress Death: মেয়ে আত্মহত্যা করতে পারে না, খুন করা হয়েছে, দাবি পল্লবীর বাবার