কাবুল: তালিবানের (Taliban) জনক পাকিস্তান (Pakistan) ৷ ভারতের শক্তি ও সামর্থের সঙ্গে পাল্লা দিতে না পেরে তালিবান নামক জঙ্গিগোষ্ঠীর জন্ম দেয় তারা ৷ ভারতকে বেকায়দায় ফেলাই ছিল ইসলামাবাদের (Islamabad) উদ্দেশ্য ৷ তালিবান সম্পর্কে প্রাক্তন পাক জেনারেল পারভেজ মুশারফের পুরনো মন্তব্যকে টেনে এনে এমনটাই জানালেন আফগানিস্তানের প্রাক্তন মন্ত্রী ও রাষ্ট্রদূত মাহমুদ সাইকাল ৷
আফগানিস্তানের প্রাক্তন ডেপুটি বিদেশমন্ত্রী ছিলেন মাহমুদ সাইকাল ৷ রাষ্ট্রসংঘ ও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছিলেন তিনি ৷ সেই মাহমুদ সাইকাল শনিবার রাতে একটি টুইট করেন ৷ তাতে লেখেন, ‘পারভেজ মুশারফের মতে ভারতকে বেকায়দায় ফেলতে তালিবানের জন্ম দেয় পাকিস্তান ৷’ তালিবান সম্পর্কে বর্তমান ইমরান খান সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেন মাহমুদ সাইকাল ৷ লেখেন, ‘ইমরান খান মনে করেন তালিবান দাসত্বের শৃঙ্খল ভেঙে দিয়েছে ৷ আর শাহ মাহমুদ কুরেশি এবং ইউসুফ মইদ তালিবানের সঙ্গে বিশ্বের সমঝোতা করাতে ব্যস্ত ৷’ বিশেষজ্ঞদের মতে, প্রাক্তন আফগান রাষ্ট্রদূতের টুইট আরও একবার পাকিস্তানের দ্বিচারিতার মুখোশ খুলে দিল ৷
আরও পড়ুন: পঞ্জশির এখনও সুরক্ষিত, তালিবানের দাবি ওড়াল আহমেদ মাসুদের বাহিনী
According to @P_Musharraf “Pakistan gave birth to the Taliban to counter Indian action against it.” @ImranKhanPTI believes the Taliban have "broken the shackles of slavery." @SMQureshiPTI & @YusufMoeed are currently busy lobbying the world to engage with the Taliban. 3/7
— Mahmoud Saikal محمود صيقل (@MahmoudSaikal) August 28, 2021
আরও পড়ুন: কাবুল বিস্ফোরণে অভিযুক্ত ইসলামিক স্টেটের সঙ্গে ‘ভারত যোগ’ চিন্তা বাড়াচ্ছে দিল্লির
পাকিস্তান যে জঙ্গিদের মদতদাতা একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ এমনকী আফগানিস্তানের ক্ষমতা দখল নিতে তালিবানকে পাকিস্তান মদত করেছে বলে অনেক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে ৷ আফগানিস্তানে তালিবান ফিরে আসায় উচ্ছ্বসিত পাক প্রশাসনের একাংশ ৷ অন্যদিকে পাকিস্তানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তালিবানও ৷ সংগঠনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদমাধ্যমের কাছে দাবি করেন, পাকিস্তান তাদের দ্বিতীয় বাড়ি ৷ তিনি বলেন, ‘আফগানিস্তান সীমান্ত লাগোয়া পাকিস্তান ৷ তাদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করার পক্ষে তালিবান ৷ এর পরই তাঁকে বলতে শোনা যায়, ‘পাকিস্তান আমাদের আরেক বাড়ি ৷’