ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ১০ বছর কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। নির্বাচনের মাত্র সপ্তাহখানেক আগে এই সাজায় খানসাহেবের দল তেহরিক-ই-ইনসাফ নিঃসন্দেহে বিপদে পড়ল। ইমরান ঘনিষ্ঠ প্রাক্তন বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকেও একই সাজা দিয়েছে আদালত।
দেশের গোপন তথ্য ফাঁসের অপরাধে তাঁদের এই সাজা দেওয়া হয়েছে। ২০২২ সালে প্রধানমন্ত্রীর কুর্সি থেকে অপসারিত ইমরান দুর্নীতির অভিযোগে এমনিতেই তিন বছরের জেল খাটছেন। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগকে রাজনৈতিক চক্রান্ত বলেছেন প্রাক্তন পাক ক্রিকেট দলের ক্যাপ্টেন। অপরাধী সাব্যস্ত হওয়ায় পিটিআই কাপ্তানের ভোটে লড়ায়েও দাঁড়ি টেনে দিয়েছে আদালত।
আরও পড়ুন: রাঁচি ফিরলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী সোরেন
রায় ঘোষণার জন্য রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলের ভিতর বিশেষ আদালত বসানো হয়েছিল। অগাস্ট মাস থেকে সেখানেই বন্দি রয়েছেন ইমরান এবং কুরেশি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে বিশেষ আদালতে ঢুকতে দেওয়া হয়নি।
পিটিআইয়ের এক মুখপাত্র বলেন, এসব সাজা ঘোষণা প্রহসন মাত্র। আমরা এই রায় মানি না। উল্লেখ্য, আগামী ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন হবে।
অন্য় খবর দেখুন