কলকাতা: রাজ্যের ২০টি জেলা পরিষদই (Zila Parishad ) তৃণমূলের (TMC) দখলে রইল। জেলা পরিষদের মোট আসনসংখ্যা ৯২৮। কিন্তু ভোট হয়েছিল ৯১২টিতে। তৃণমূলের প্রার্থীরা ১৬টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান। কোচবিহারে ১টি, উত্তর দিনাজপুরে ৩টি, বীরভূমে ১টি, উত্তর ২৪ পরগনায় ৩টি এবং দক্ষিণ ২৪ পরগনার ৮টি আসনে ভোটের আগেই বিনা লড়াইয়ে জিতেছে তৃণমূল। ৯১২টি আসনের সব ক’টিতেই প্রতিদ্বন্দ্বিতায় ছিল তারা।
বুধবার বিকেল পর্যন্ত যে নয় টি জেলার ফল ঘোষণা হয়েছে, তার মধ্যে আলিপুরদুয়ারে ১৮টি, দক্ষিণ দিনাজপুরের ২১টি এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের ১৮টি জেলা পরিষদ আসনের সবগুলিতেই তৃণমূল জিতেছে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনা ৮৫টি আসনের মধ্যে ৮৪টি জিতেছে তৃণমূল। হুগলির ৫৩-র মধ্যে ৫১টি, কোচবিহারে ৩৪টি আসনের মধ্যে ৩২টি। দক্ষিণ ২৪ পরগনায় ১টিতে আইএসএফ এবং কোচবিহার ও হুগলি জেলা পরিষদে ২টি করে আসন গিয়েছে বিজেপির দখলে। পূর্ব মেদিনীপুরে ৭০টি আসনের মধ্যে তৃণমূল ৫৬ এবং বিজেপি ১৪টিতে জিতেছে। মালদহের ৪৩টি আসনের মধ্যে তৃণমূল ৩৩, কংগ্রেস ৬ এবং বিজেপি ৪টিতে। পুরুলিয়ার ৪৫টি আসনের মধ্যে তৃণমূল ৪২, বিজেপি ২ এবং নির্দল ১টি আসনে জয়ী।
আরও পড়ুন: Aajke | পঞ্চায়েত ভোটের ফলাফল কোন কোন সত্যিকে সামনে এনে দাঁড় করাল?
২০২১ সালের বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি। কিন্তু ২০২৩ পঞ্চায়েত ভোটে (Panchayat Vote) নিজেদের শক্ত ঘাঁটি থকেই খালি হাতে ফিরতে হল বিজেপিকে। লোকসভা ভোটের আগেই উত্তরবঙ্গে (North Bengal) বিজেপির (BJP) পায়ের তলার শক্তমাটি কিছুটা হলেও ক্ষয় হতে শুরু করেছে। রাজ্যের ১৩টি জেলায় বিজেপি শূন্য হয়ে গেল৷ পঞ্চায়েত নির্বাচনের ফল বলছে, রাজ্যের ১৩টি জেলা পরিষদে খাতাই খুলতে পারেনি বিজেপি৷ তার মধ্যে রয়েছে উত্তরবঙ্গের চার জেলাও৷
উত্তরের চার জেলা পরিষদের কোনও আসনে জয় পায়নি বিজেপি৷ এর মধ্যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির মতো জেলায় বিজেপি-র সাংসদ রয়েছেন৷ উত্তর-দক্ষিণ দিনাজপুরে লোকসভা -বিধানসভা নির্বাচনে ভাল ফল করেছে গেরুয়া শিবির৷ সেখানেও বিজেপি শূন্য৷ এই সব জেলায় বিজেপির দাপট থাকলেও কেন জেলা পরিষদে খাতা খুলতে ব্যর্থ হল সেই প্রশ্নই উঠেছে বিজেপির অন্দরে। এই বিষয় বিজেপি-র কাছে চিন্তার কারণ তো বটেই৷
২০২১ সালের বিধানসভা নির্বাচনে জঙ্গলমহল অনেকটাই পুনরুদ্ধার করেছে তৃণমূল৷ পঞ্চায়েত ভোটে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলা নিজেদের দখলে রাখল শাসকদল। ভোটের ফলাফল জঙ্গলমহল সহ গোটা দক্ষিণবঙ্গেই লোকসভা নির্বাচনে বিজেপির শক্তিকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল।