বেজিং: করোনা (Covid 19) চলে গিয়েছে, বলে যাঁরা উদ্বাহু হয়ে নাচছেন, তাঁদের জন্য ফের সতর্কবার্তা। তবে যে সে কেউ এই হুঁশিয়ারি দেননি। বিশ্বখ্যাত বিজ্ঞানী এরিক ফেইগল ডিংয়ের (Eric Feigl-Ding) সতর্কতা, আগামী তিন মাসের মধ্যে ফের একবার হানা দিতে চলেছে করোনা। তাঁর মতে, আগামী ৯০ দিনের মধ্যে এবার চীনের (China) অন্তত ৬০ শতাংশ এবং বিশ্বের (Earth) ১০ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হবেন। এবং এই নয়া ভ্যারিয়েন্টে মৃ্ত্যু হবে কয়েক লক্ষ মানুষের।
চীনে গত কয়েকদিন ধরে হু-হু করে বাড়ছে করোনা। মঙ্গলবার চীন জানিয়েছে, নতুন করে কোভিডে কেউ মারা যায়নি। কোভিডশূন্য চীনের লক্ষ্যমাত্রা দীর্ঘ আন্দোলনের জেরে মাসখানেক আগেই তুলে নিয়েছে বেজিং। তার পর থেকেই ব্যাপকহারে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে সেদেশে। মঙ্গলবার চীনে ৩১০১ জনের মধ্য কোভিড উপসর্গ দেখা দিয়েছে। যা সোমবারের তুলনায় অন্তত শ’তিনেক বেশি।
আরও পড়ুন: Covid 19: চীনে কোভিডের প্রকোপ বৃদ্ধি, কেন্দ্র আজ জরুরি বৈঠকে
সব মিলিয়ে চীনের মূল ভূখণ্ডে ৩ লক্ষ ৮৬ হাজার ২৭৬ জনের মধ্যে কনফার্মড কোভিড উপসর্গ ধরা পড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) বেশ কয়েকজন উপদেষ্টার মতে, কোভিড অতিমারিকে জরুরি অবস্থার বিধিনিষেধের বাইরে আনার এই মুহূর্তে কোনও প্রয়োজন নেই। কারণ চীনের পরিস্থিতি যেদিকে এগচ্ছে তাতে তাঁরা মনে করছেন করোনা ফের একবার বিশ্বময় ছড়িয়ে পড়তে চলেছে।
এই অবস্থায় আমেরিকা (USA) কোভিড নিয়ন্ত্রণে চীনকে সাহায্য করতে প্রস্তুত বলে ইঙ্গিত দিয়ে রেখেছে। মার্কিন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রোজকার সাংবাদিক সম্মেলনে বলেন, কোভিড এবং কোভিড সংক্রান্ত ব্যাধি নির্মূলে আমরা চীন সহ যে কোনও দেশকে সাহায্য করতে তৈরি। আমাদের দিক থেকে এটা রাজনৈতিক কোনও পদক্ষেপ নয়। ভূরাজনীতিরও অঙ্গ নয়, বলেন তিনি।