টোকিও: দু’সপ্তাহের মধ্যে শুরু হচ্ছে টোকিও অলিম্পিক৷ বিশ্বের অন্যতম মেগা স্পোর্টস ইভেন্ট এবার দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে৷ অতিমারির ভয়াবহতা মোকাবিলায় এই সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এবং জাপান৷
আরও পড়ুন: ভাইরাস মোকাবিলায় জরুরি অবস্থা জাপানে
বৃহস্পতিবারই জাপানে জরুরি অবস্থা জারি করা হয়েছে৷ এর পরই অলিম্পিক মন্ত্রী তামায় মারুকাওয়া জাপানের সংবাদসংস্থা ক্যওডো-কে এই খবরটি জানান৷ ফলে অলিম্পিক দেখতে হলে বিশ্বজুড়ে দর্শকদের চোখ রাখতে হবে টিভি অথবা মোবাইলে৷
দীর্ঘ টালবাহানার পর শেষ পর্যন্ত টোকিওতেই হচ্ছে অলিম্পিক৷ অ্যাথলিটদের জন্য কঠিন বায়ো বাবল ব্যবস্থা রেখেই৷ দর্শক নিয়ে অলিম্পিকের কথা ঘোষণাও করেছিল আন্তর্জাতিক অলিম্পিক সংস্থ৷ যার সঙ্গে সহমত হয়েছিল টোকিও অলিম্পিক সংস্থাও৷ পুরো গ্যালারি ভর্তি না হলেও, সর্বাধিক ১০ হাজার দর্শকের স্টেডিয়ামে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল৷ যদিও পরিস্থিতির ওপর নজর রেখেছিল তারা৷
আরও পড়ুন: ৯০ হাজার দর্শক নিয়ে হতে চলেছে ইউরোর ফাইনাল, ইংল্যান্ড জুড়ে উন্মাদনা তুঙ্গে
হঠাৎ করেই ফের জাপানে করোনার নতুন সংক্রমণ দেখা দিয়েছে৷ আসন্ন ২৩ জুলাই থেকে শুরু হবে অলিম্পিক৷ আর ঝুঁকি নিতে চায়নি জাপান সরকার-সহ, আন্তর্জাতিক এবং টোকিও অলিম্পিক সংস্থা৷ বৃহস্পতিবার বৈঠকের পরই জরুরি অবস্থার মধ্যে অলিম্পিক হওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী৷