নয়াদিল্লি: ২০২৪ এর লোকসভা নির্বাচনে মোদি সরকারকে হঠাতে জোটবদ্ধ ‘ইন্ডিয়া’ চন্দ্রযান-৩-এর সাফল্যের মুকুট পরাল ইসরোর মাথায়। একই সঙ্গে আসন্ন সূর্যাভিযানে সাফল্য কামনা করেছে ইন্ডিয়া জোট। শুক্রবার মুম্বইয়ে জোটের বৈঠকে চন্দ্রযানের অবতরণ এবং আগামী সূর্যাভিযানের জন্য ইসরোর বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়ে প্রস্তাব গ্রহণ করা হয়েছে। গত ২৩ অগাস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান-৩। আবার আগামিকাল শনিবার শ্রীহরিকোটা থেকে সূর্যের দিকে পাড়ি দেওয়ার কথা আদিত্য এল ওয়ানের (Aditya L 1)। ১৫ লক্ষ কিলোমিটার পথ উড়ে গিয়ে আদিত্য পরীক্ষা করবে সূর্যের করোনা, পৃষ্ঠদেশ। এই দুই অভিযানেরই জন্য ইসরোকে অভিনন্দন বিজেপি বিরোধী জোট ইন্ডিয়া।
বিরোধীদের জোট ইন্ডিয়া (INDIA) আগামী লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপিকে উৎখাতের লড়াইয়ে নামলেও চন্দ্রযান-৩ অবতরণকে দেশের পক্ষে বড় সাফল্য বলেই মনে করেছ। শুক্রবার জোটের বৈঠকে গৃহীত প্রস্তাবে এর জন্য ইসরোর বিজ্ঞানীদের অভিনন্দন জানানো হয়েছে। পাশাপাশি শনিবারের সূর্যাভিযানের জন্য আগাম সাফল্য কামনা করে প্রস্তাব নিয়েছে জোট।
প্রস্তাবে বলা হয়েছে, ইন্ডিয়া জোটের সব শরিক চন্দ্রাভিযানের জন্য ইসরোর (ISRO) পরিবারকে অভিনন্দন জানাচ্ছে। ইসরোর অতীত এবং বর্তমানের অসামান্য সাফল্য দেশকে গর্বিত করেছে। ইসরোর ক্ষমতা ও সামর্থ্যকে উচ্চে তুলে ধরতে ভারতের প্রায় ছয় দশক সময় লেগেছে। চন্দ্রযান ৩-এর সাফল্য সারা বিশ্বকে উৎসাহিত করেছে এবং অনুপ্রেরণা জুগিয়েছে। গোটা দেশ আগামিকাল আদিত্য-এল-এর সফল উৎক্ষেপণের দিকে অধীর আগ্রহে অপেক্ষা করেছে। আমরা আশা করি, ISRO-এর অসাধারণ সাফল্য আমাদের সমাজে বৈজ্ঞানিক চেতনাকে আরও শক্তিশালী করবে। আমাদের যুবকদের অনুপ্রেরণা দেবে।
আরও পড়ুন: আমাদের লড়াই দেশের মঙ্গলের জন্য, বৈঠকের আগে মমতা
এর আগে ইসরোর প্রতিষ্ঠায় জওহরলাল নেহরুর ভূমিকা নিয়ে তরজায় জড়িয়েছিল বিজেপি এবং কংগ্রেস। সেই তরজা অনেকটা ব্যক্তিগত আক্রমণের পর্যায় পৌঁছে গিয়েছিল। কংগ্রেসের দাবি ছিল, ইসরোর প্রতিষ্ঠার পিছনে নেহরুর বড় ভূমিকা ছিল। বিজেপি পাল্টা দাবি করে, ইসরোর পিছনে নেহরুর কোনও ভূমিকাই ছিল না। এই আবহেই শুক্রবার বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের ইসরোর সাফল্য কামনা করে প্রস্তাব নেওয়া রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, ইসরোর পিছনে নেহরুর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাতেই ইন্ডিয়া জোটের প্রস্তাবে ওই প্রতিষ্ঠানের বর্তমান এবং অতীতের কৃতিত্বেরও উল্লেখ করা হয়েছে।