আগরতলা: নতুন বছর ত্রিপুরার মানুষের জন্য সমৃদ্ধি নিয়ে আসুক৷ নতুন আশার সূচনা করুক৷ বছরের দ্বিতীয় দিন আগরতলার চতুর্দশ মন্দিরে পুজো দিয়ে এই কামনা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেই সঙ্গে পুরভোটে তৃণমূলকে ২৩ শতাংশ ভোট দিয়ে ত্রিপুরায় প্রধান বিরোধী দলের মর্যাদা এনে দেওয়ায় রাজ্যের মানুষকে ধন্যবাদ জানান তিনি৷ অভিষেক বলেন, ‘তৃণমূলই একমাত্র দল যা বিজেপির মাথাব্যথার কারণ৷ বাংলা থেকে গোয়া হয়ে ত্রিপুরা- সব জায়গায় মাঠে-ময়দানে আমরা সক্রিয়৷ বিজেপির শক্তি ও তদন্তকারী সংস্থাগুলির ব্যবহারে ভীত নই৷’
দু’দিনের সফরে ত্রিপুরায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এদিন মন্দিরে পুজো সেরে দুপুরে এক দলীয় কর্মীর বাড়িতে খাবার খাবেন তৃণমূল সাংসদ৷ তার আগে সাংবাদিকদের মুখোমুখি হন৷ বলেন, ‘২০২৩ সালের নির্বাচনের জন এক বছর সময় আছে৷ আমরা নিশ্চিত করব যাতে বিপ্লব দেবের গুন্ডা শাসনের মডেল আর যেন কাজ না করে৷ বিজেপির গুন্ডারা তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙবে, বিরোধীদের উপর হামলা করবে এসব চলবে না৷’
অভিষেক জানিয়ে দেন, বিপ্লব দেব সরকারের শেষের শুরু হয়ে গিয়েছে৷ বলেন, ‘বিপ্লব দেবের দুয়ারে গুন্ডা মডেল কাজ করবে না৷ আমরা ত্রিপুরায় বিজেপির বিরুদ্ধে লড়াই করব৷ ওরা আমাদের উপর আক্রমণ করবে৷ আমাদের গাড়ি এবং জিনিসপত্র ভেঙে ফেলবে৷ কিন্তু কখনই আমাদের আত্মা বা মনকে ভাঙতে পারবে না৷ রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তিন মাসে ২৩ শতাংশ ভোট পেয়েছে৷ ভারতের অন্য কোথাও এইরকম প্রবণতা দেখান৷ ত্রিপুরার জনগণ যদি মনে করেন এই স্বৈরাচারের অবসান ঘটাতে হবে, তবে তা ব্যালট বাক্সের মাধ্যমে করতে হবে৷’
আরও পড়ুন: Abhisekh Banerjee: ত্রিপুরায় অভিষেক, মন্দিরে পুজো দিয়ে দলীয় কর্মীর বাড়িতে সারবেন মধ্যাহ্নভোজ